ত্রিপুরা

ত্রিপুরার অমরপুরে 'জ্বালামুখী সাহিত্য পত্রিকা'র রজতজয়ন্তী সংখ্যা প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিধায়কদ্বয়কে সম্মাননা প্রদান

ম্যাগাজিন ও শারদ সংখ্যার অঙ্গ হিসাবে 'জ্বালামুখী সাহিত্য পত্রিকা'র রজতজয়ন্তী পূর্তি অনুষ্ঠান

যশপাল সিং, ত্রিপুরা : শারদোৎসবে বাংলা ও বাঙালীর সাথে মজে আছে বাংলা সাহিত্যের অঙ্গ লিটল ম্যাগাজিন ও শারদ সংখ্যা। এরই অঙ্গ হিসাবে অমরপুর বিবেকানন্দ ক্লাব মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো 'জ্বালামুখী সাহিত্য পত্রিকা'র রজতজয়ন্তী পূর্তি উপলক্ষে সপ্তদশ সংখ্যা শারদ সংকলন উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ বিজয় গোপাল আচার্য। স্বাগত ভাষণ দেন জ্বালামুখী সম্পাদক ও বিশিষ্ট কবি সুবীর সেন ঘোষ। মঞ্চে উপস্থিত ছিলেন অমরপুর প্রেস ক্লাবের সভাপতি প্রাণময় সাহা, বিশিষ্ট সাংবাদিক রুপম চক্রবর্তী, অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস, এডভোকেট ও কবি ডঃ প্রণব সেনগুপ্ত, পশ্চিমবঙ্গ থেকে আগত কবি-প্রাবন্ধিক শঙ্কর প্রসাদ সরকার, কবি উজ্জ্বল দত্ত সহ একাধিক সাহিত্যিক।

এই বিশেষ অনুষ্ঠানে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিধায়ক গৌরীশংকর ঘোষকে “জ্বালামুখী রজতজয়ন্তী সম্মাননা ২০২৫” প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা নয়জনকে প্রদান করা হয় স্বর্গীয় লালমোহন ঘোষ স্মৃতি সম্মাননা ২০২৫ এবং স্বর্গীয়া কাননবালা ঘোষ স্মৃতি সম্মাননা ২০২৫। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শঙ্কর প্রসাদ সরকারের সাহিত্যপত্রিকা “উর্জা”-এর শারদ সংকলন।

Advertisement