শারদ-সংখ্যা
খোয়াইয়ের সাংস্কৃতিক ভুবনে আলোড়ন : ‘আজকের ভাষা’ শারদ সংখ্যার আবরণ উন্মোচনে গুণিজনের মিলনমেলা
সাহিত্য পত্রিকা ‘আজকের ভাষা’-এর একাদশতম শারদ সংখ্যার আবরণ উন্মোচন
যশপাল সিং, ত্রিপুরা : ত্রিপুরার সাহিত্যচর্চার ভুবনে খোয়াই নামটি যেন এক চিরন্তন ধ্বনি, এক সৃজনশীলতার পীঠস্থান। ইতিহাস সাক্ষী যে, যুগে যুগে খোয়াইয়ের মাটিতে জন্ম নিয়েছেন প্রতিভাবান কবি ও সাহিত্যিকরা, যারা বাংলা সাহিত্যে রেখেছেন অমোঘ ছাপ। তাঁদের কলমে সমাজের আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, প্রেম-অভিমান সবকিছুই রূপ পেয়েছে কবিতা ও সাহিত্যের অক্ষরে। সেই ধারাবাহিকতায় রবিবার বিকেলে সম্পাদক দীপেন নাথশর্মা'র বাসভবনেই আয়োজিত হলো এক অনন্য সন্ধ্যা—সাহিত্য পত্রিকা ‘আজকের ভাষা’-এর একাদশতম শারদ সংখ্যার আবরণ উন্মোচন অনুষ্ঠান।
এই আয়োজন যেন শুধু একটি বইয়ের প্রচ্ছদ উন্মোচন নয়, বরং ছিল এক মহামিলন, যেখানে মিলেছিল অতীতের ঐতিহ্য, বর্তমানের সৃজনশীলতা এবং ভবিষ্যতের স্বপ্ন। খোয়াইয়ের কবি দীপেন নাথশর্মা, যিনি বহুদিন ধরে ধারাবাহিকভাবে বাংলা সাহিত্যচর্চায় যুক্ত, তাঁর একাদশতম প্রয়াস ‘আজকের ভাষা’ সাহিত্য পত্রকে ঘিরেই ছিল এই আয়োজন।
আবরণ উন্মোচন করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোপাল সিং এবং পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্যা গীতা নাথশর্মা। তাঁদের হাতে যখন শারদ সংখ্যার আবরণ থেকে সরানো হলো রঙিন কাপড়, তখন যেন খোয়াইয়ের সাহিত্য আকাশে নতুন এক প্রভাত সূর্যের আলো ঝলমলিয়ে উঠল। করতালির ঢেউ আছড়ে পড়ল হলঘরে।
মঞ্চে আলো ছড়ালেন বহু গুণিজন—অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি প্রিয়তোষ ঘোষ, কবি প্রণব চৌধুরী, সুব্রত আচার্য্য, সুমিতা রায়, সুদীপ পাল, গৌতম অধিকারী, সুব্রত দেব, দীপ্যমান নাথশর্মা, সৌরপ্রতিম শর্মা প্রমুখ। প্রত্যেকেই তাঁদের আলোচনায় তুলে ধরলেন সাহিত্যের শক্তি ও দায়বদ্ধতার কথা।
আবরণ উন্মোচনের পর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট অতিথিদের। সাংবাদিক গোপাল সিং তাঁর বক্তব্যে বলেন, খোয়াইয়ের কবিরা বারবার প্রমাণ করেছেন, কলমই হতে পারে সমাজ পরিবর্তনের অস্ত্র। এই পত্রিকা আগামী দিনে নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” তিনি কবিদের প্রতি আহ্বান জানান সমাজের প্রতি দায়বদ্ধ থেকে আরও ক্ষুরধার লেখনির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করার।
সাহিত্য পত্রিকার সম্পাদক দীপেন নাথশর্মা অনুষ্ঠানের শেষপর্বে তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “আজকের ভাষা শুধু আমার একক প্রয়াস নয়, এটি আমাদের সবার সম্মিলিত যাত্রা।
'আজকের ভাষা’ শারদ সংখ্যার আবরণ উন্মোচন সেই শক্তিকেই নতুনভাবে উদযাপন করল। খোয়াইয়ের কবিরা তাঁদের কলমে আলো জ্বালাচ্ছেন, আর সেই আলোয় পথ খুঁজে নিচ্ছে আগামী প্রজন্ম।

Comments