ত্রিপুরা

পুলিশ কোয়ার্টার লেনের রাস্তা পরিদর্শনে মেয়র-ডেপুটি মেয়রসহ শীর্ষকর্তারা,দুর্গাপূজার আগেই অস্থায়ী সংস্কার, পূজোর পর স্থায়ী সমাধানের আশ্বাস

আগরতলার এডি নগরস্থিত পুলিশ লাইনের কোয়ার্টার এলাকার বেহাল রাস্তা পরিদর্শনে মেয়র-ডেপুটি মেয়রসহ শীর্ষকর্তারা

যশপাল সিং, ত্রিপুরা : আগরতলার এডি নগরস্থিত পুলিশ লাইনের কোয়ার্টার এলাকার বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাচ্ছিলেন পুলিশকর্মীরা। ভাঙাচোরা রাস্তা, ধুলোবালি ও বর্ষার কাদাজলে চলাফেরা ও যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে সমস্যার সমাধানে উদ্যোগী হলো আগরতলা পুর নিগম।

শুক্রবার এলাকাটি সরেজমিনে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডি.কে. চাকমা (IAS) সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পুরসভার কর্পোরেটরগণও। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, দুর্গাপূজার আগে রাস্তা অন্তত ব্যবহার উপযোগী করে তোলা হবে, যাতে উৎসবকালে পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে আর ভোগান্তির শিকার হতে না হয়। তিনি আরও আশ্বাস দেন, পূজোর পরে স্থায়ীভাবে রাস্তার নতুন সংস্কার কাজ হাতে নেওয়া হবে। মেয়র বলেন—“আমরা পুলিশের সমস্যা বুঝি এবং দ্রুত সমাধানে পদক্ষেপ নিচ্ছি। রাস্তাটির স্থায়ী সংস্কার আমাদের অগ্রাধিকারভুক্ত।” এই উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার বাস্তবে রূপ নেবে খুব শিগগিরই।

Advertisement