ত্রিপুরা
ধর্মনগর সাব জেল থেকে ছয় আসামির দুঃসাহসিক পলায়ন, গুরুতর আহত জেলকর্মী
ত্রিপুরায় ধর্মনগরের সাব জেলের নিরাপত্তার জাল ভেঙে পালালো আসামি রা

যশপাল সিং, ত্রিপুরা : ত্রিপুরায় আবারও ফাঁসলো নিরাপত্তার জাল। নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুরে অবস্থিত সাব জেল থেকে একসঙ্গে পালিয়ে যায় ছয় কুখ্যাত আসামি। পালানোর সময় দায়িত্বে থাকা এক জেলকর্মীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে তারা।
পলাতকদের তালিকায় রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোসন আলী ও আব্দুল পাট্টা। সূত্রের দাবি, এদের মধ্যে একজন অসমের বাসিন্দা এবং অপরজন বাংলাদেশের নাগরিক। প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা ও অপরাধের রেকর্ড। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মূল ফটক ভেঙে পালায় তারা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সীমান্ত অঞ্চল ও সংবেদনশীল জায়গাগুলিতে ইতিমধ্যেই পুলিশি নজরদারি কড়া করা হয়েছে। পলাতকদের ধরতে বিশেষ টিম গঠন করে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ ও প্রশাসন। উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Comments