Durga Puja

ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর ব্রক্ষ্মাবাড়িতে দেবী দুর্গা মায়ের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়

দুর্গা মায়ের মূর্তি ভাঙ্গা! লক্ষ্মী, গণেশ, কার্তিকের হাত ‌ ভেঙে রয়েছে ঘটনায় তীব্র চাঞ্চল্য

ত্রিপুরা,বিক্রম কর্মকার: আজ মহাষষ্ঠী। পঞ্চমীর রাত পর্যন্ত ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত শীতলা বাড়িতে শারদীয়া দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার লোকজন কাজ করে রবিবার ভোররাতে যে যার মতো বাড়ি চলে যায়।

 রবিবার সকালে এলাকার লোকজন এসে দেখে দেবী দুর্গা মায়ের মূর্তি ভাঙ্গা। লক্ষ্মী, গণেশ, কার্তিকের হাত ‌ ভেঙে রয়েছে। খবর পেয়ে এলাকার লোকজন উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত শীতলা বাড়িতে ছুঁটে এসে দেখতে পাই দেবী দুর্গা মায়ের মূর্তি ভাঙ্গা। খবর দেওয়া হয় উদয়পুর রাধা কিশোরপুর থানার পুলিশকে। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিছুক্ষণ পর গোমতী জেলার পুলিশ সুপার ড . কিরণ কুমার কে সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ও ঘটনাস্থলে ছুটে আসে। দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ । ধারণা করা হচ্ছে রবিবার সকালে কোন  দুষ্কৃতিকারীরা এই ঘটনা  ঘটিয়েছে । পুলিশ সমস্ত ঘটনার দিকে নজর রাখছে। এই ঘটনায় বর্তমানে গোটা এলাকায় মানুষজনের মধ্যে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।

Advertisement