Sanskrit lecture

শ্রীসীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় ও বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠম-এর যৌথ উদ্যোগে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষন

শ্রীসীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় ও বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠম-এর যৌথ উদ্যোগে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষন শিবিরের শুভ উদ্বোধন

হুগলি : আজ ৭ই জুন শনিবার বাহিরখণ্ডের নন্দকুঠিতে বৈদিক সনাতন বর্ণাশ্রম চতুষ্পাঠি মঠে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এর অধিনস্ত শ্রীসীতারাম বৈদিক আদর্শ মহাবিদ্যালয় ও বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের যৌথ উদ্যোগে দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবিরের শুভরম্ভ হয়। শতাধিক বিদ্যার্থী সংস্কৃতে পঠন পাঠনের মধ্য দিয়ে জ্ঞান আহরণ করবে। সমাজ ও সাহিত্যে সংস্কৃত এর প্রভাব এবং সংস্কৃত ভাষা সম্পর্কে বিদ্যার্থীরা জ্ঞান অর্জন করবে। অদ্য বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে বৃক্ষ রোপন পালন করা হয়।

বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষণ 

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্রীসীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় ও বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠম-এর যৌথ উদ্যোগে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষন শিবিরের শুভ উদ্বোধন করলেন বৈদিক সনাতন বর্ণাশ্রম মঠের মঠাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ প্রজ্ঞানস্বরূপ ব্রহ্মচারী মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী তপোব্রত মহারাজ, বিশিষ্ট শিক্ষাবিদ অহিভূষণ চক্রবর্তী মহাশয়, ড. শান্তনু কুমার চক্রবর্তী মহাশয়, ড. অমিয় কুমার দাস মহাশয়, প্রশিক্ষক-শ্রীঅরিন্দম পাড়ুই মহাশয়। এই অনুষ্ঠানে অহিভূষণ বাবু সংস্কৃতের মহিমার কথা উল্লেখ করেন।

সংস্কৃতের মাহাত্ম্য

স্বামীজী মহারাজ সংস্কৃতে মাহাত্ম্য বিশেষরূপে উল্লেখ করেন। অরিন্দম পাড়ুই মহাশয় সংস্কৃতের সঙ্গে বিজ্ঞানের সম্বন্ধ উপস্থাপন করেন। ড. শান্তন কুমার চক্রবর্ত্তী মহাশয় নরেন্দ্র মোদী মহোদয়ের বক্তব্য উপস্থাপন কারে সংস্কৃতকে বিশ্ব ভাষা, জ্ঞানভাষা প্রকৃতি রূপে উল্লেখ করে সুললিত ভাষায় মধুর বক্তব্য উপস্থাপন করেন। ড. অমিয় কুমার দাস সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন। উক্ত শিবিরে শতাধিক বিদ্যার্থী উপস্থিত ছিলেন। 

কলমে -অধ্যাপক ড. শান্তনু কুমার চক্রবর্তী 
শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় 
কলকাতা ৩৫

Advertisement