SSC Scam
এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট, হতাশ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা
২৬০০০ চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের শেষ আশা ভরসা ছিলো রিভিউ পিটিশন সেই রাস্তা ও বন্ধ হয়ে গেলো।
সঞ্জয় কুমার দোলুই, ১৯ শে আগস্ট : এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। আজ ১৯ শে আগস্ট পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশনের এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকা দের প্রায় ২০০ টি রিভিউ পিটিশন খারিজ করে দিলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। অর্থাৎ শীর্ষ আদালত এর ২০২৫ সালে ৩রা এপ্রিল যে রায় দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ মামলার পুরো প্যালেন বাতিল, সেই নির্দেশ ই বহাল রইলো। কার্যত ২৬০০০ চাকরি পুনরায় ফিরে পাবার শেষ রাস্তা বন্ধ হয়ে গেল!
প্রসঙ্গত : ২০২৫ সালে ৩রা এপ্রিল দেশের শীর্ষ আদালত রায়ে পশ্চিমবঙ্গে কর্মরত ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ দূর্নীতি জন্য চাকরি বাতিল করে । এর ফলে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে নবম দশম, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পরে। শুধু মাত্র দূর্নীতি কারণে সমগ্র নিয়োগ প্রক্রিয়া টা বাতিল করে দেয় শীর্ষ আদালত। যার প্রভাবে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবনে অন্ধকার নেমে আসে। প্রশাসনিক ব্যর্থতা এবং স্কুল সার্ভিস কমিশনের দূর্নীতি বলি হলো বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।
সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরি হারিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আন্দোলন বিক্ষোভ করেছে কলকাতা রাজ পথ থেকে দিল্লির রাজপথে এবং রামলীলা ময়দানে। সারা রাজ্যে তাদের আন্দোলন, বিক্ষোভ মিছিল ছড়িয়ে দিয়েছে পুনর্বহালের দাবিতে। দিনের পর দিন বিকাশ ভবন, এসএসসি ভবন, ধর্মতলা চত্বর, অনশন, কালীঘাট, বিধানসভা ভবন, আন্দোলন, বিক্ষোভ মিছিল করেছে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। সম্মানের সাথে চাকরি ফিরে পাবার সব রকম চেস্টা করেছিলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে দেখা করা এবং তাদের চাকরি ফিরে পাবার জন্য কাতর আবেদন ও করেছিলো ; শুধু মাত্র নিজের পুনরায় চাকরিতে বহালের জন্য। কিন্তু কেউ কর্ণপাত করেনি। দিন দিন হতাশা গ্রস্ত হয়ে পড়ে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। ১৫ ই আগস্ট যোগ্য শিক্ষক সুবল সোরেন চাকরি বাতিলের যন্ত্রণায় হতাশা গ্রস্ত হয়ে পড়ে শেষে ব্রেনস্ট্রোক হয়ে মারা যায়।
২৬০০০ চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের শেষ আশা ভরসা ছিলো দেশের শীর্ষ আদালত। তাই শেষ চেস্টা করে ছিল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে। সকলের আশা ছিলো সুপ্রিম কোর্টে পুনরায় বিবেচনা করবেন ২৬০০০ চাকরি বাতিল মামলার। কিন্তু আজ শীর্ষ আদালত সেই রিভিউ পিটিশন খারিজ করে দিলো। এর ফলে সব আশা ভরসা নিভে গেলো চাকরিহারা শিক্ষকদের। তবে নতুন করে তাদের পরীক্ষার বসতে হবে। যোগ্যতার প্রমাণ দিয়ে আবার চাকরি ফিরে পেতে হবে। ৭ই এবং ১৪ সেপ্টেম্বর ২০২৫ এসএসসি নিয়োগের পরীক্ষা আছে।
তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আর্জি ছিল চাকরি বাতিলে শিক্ষক সংকট দেখা দেবে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত চিহ্নিত নয় যোগ্য শিক্ষক রা কাজে বহাল থাকতে পারবে, সেই রায় বহাল রইলো।

Comments