মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ-২০২৫
মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ-২০২৫: কলকাতা ও ত্রিপুরার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সেরা শিক্ষক সম্মাননা পেলেন মনোজ রায়-সহ একাধিক শিক্ষক
দক্ষিণ দিনাজপুরের বেস আন নূর মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ-২০২৫
যশপাল সিং, ত্রিপুরা : শিক্ষাক্ষেত্রে অনন্য উদ্যোগের সাক্ষী থাকল রবিবারের দিন। দক্ষিণ দিনাজপুরের বেস আন নূর মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো “মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ-২০২৫”। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কৃতী ছাত্রছাত্রীদের হাতে পদক, শংসাপত্র ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। মোট ২৪৬ জন ছাত্রছাত্রীকে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্যোক্তা বেস এডুকেশনাল হাব। সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর প্রাক্তন সিনিয়র কনসালট্যান্ট মেচবাহার সেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষিমন্ত্রী ও বর্তমানে পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ স্কিল ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান পূর্ণেন্দু বসু। তিনি বেলুন উড়িয়ে ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বেস এডুকেশনাল হাব-এর এই উদ্যোগের প্রশংসা করে জানান, এমন আয়োজন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সভাপতি ড. অমরেন্দ্র মহাপাত্র, বিশিষ্ট শিক্ষক নাঈমুল হক, মনোজ রায়, আবদুল হক এবং গৌরাঙ্গ সরখেল। বক্তৃতায় তাঁরা মোস্তাক হোসেনের সেবামূলক কাজ ও শিক্ষা প্রসারে তাঁর অবদানের প্রশংসা করেন।
এদিন কলকাতা ও ত্রিপুরার কয়েকজন শিক্ষককে সেরা শিক্ষক হিসাবে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন মনোজ রায়, গোলাম রাব্বানী, অভিজিৎ দাস, অশোক সরকার, অজয় সরকার, ড. অরবিন্দ তন্ত্রী এবং তফাজ্জল হোসেন। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাঁদের ভবিষ্যতে আরও দায়বদ্ধ করবে।
অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেছে কলকাতার অনুসন্ধান সোসাইটি। বেস এডুকেশনাল হাব-এর সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক সোহেল একবাল ও রাসনাউল আলম।
শিক্ষক আয়ুব আনসার জানান, আগামী ১৯ অক্টোবর প্রথম ৫০ জন কৃতী ছাত্রছাত্রীকে নিয়ে “ইগনাইট দ্য ইয়ং মাইন্ড” নামক বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। অনুষ্ঠানে শিক্ষক মনোজ রায়ও বেস এডুকেশনাল হাব-এর এই প্রয়াসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Comments