SSC

অধিকার আদায়ের লড়াই, রাজধানী দিল্লির রামলীলা ময়দানে বাংলার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রতিবাদ

২৩ এবং ২৪ শে জুলাই দিল্লির রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আছে

সঞ্জয় দোলুই, ২৩ শে জুলাই : পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষিত বেকার যুবসম্প্রদায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছে। বাংলার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কোন রকমে টিউশন পড়িয়ে দিনপাত করছে ; বেকারত্ব এর করাল গ্রাসে তারা দগ্ধ। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীরা যোগ হয়েও বঞ্চিত হয়েছেন।  দীর্ঘ দিন তারা গান্ধী মূর্তির পাদদেশে এবং কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করেছে। প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি গ্রুপ ডি এবং রাজ্য সরকারের গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থী মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে ধর্নায় বসেছে এবং দিনের পর দিন রাজপথে বিক্ষোভ মিছিল করেছে কোন সুরাহা হয়নি।

 অপর দিকে পশ্চিমবঙ্গে চাকরি হারা হয়েছেন ২৫ হাজার ৭৫২ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে । যাদের চক, ডাস্টার নিয়ে স্কুলে শিক্ষাকতা করার কথা দূর্নীতির করাল গ্রাসে আজ তারা পথে বসেছে। দূর্নীতির কারণে ২৫ হাজার ৭৫২ জন কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে!  একদিকে দিনের পর দিন নিয়োগ নেই, বেকারত্ব সমস্যা তার উপর আবার চাকরি হারা ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। এ এক নরক যন্ত্রণা শিক্ষক সমাজের কাছে। দূর্নীতির কারণে যোগ্যদের ও সাজা হলো। অথচ যারা দূর্নীতি করলো, নিয়োগ দূর্নীতি তে যারা জড়িত তাদের সাজা কবে হবে এপ্রশ্ন চাকরি হারা শিক্ষকদের। 

চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা দিশেহারা। বাংলায় একের পর এক আন্দোলন বিক্ষোভ করে ও কোন সমস্যা সমাধান হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে যোগাযোগ করে কোন সদুত্তর মেলেনি। আজ বাধ্য হয়ে রাজধানী দিল্লিতে অধিকার আদায়ের জন্য লড়াই করছে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।  পশ্চিমবঙ্গ থেকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এর একটা গ্রুপ দিল্লির রামলীলা ময়দানে অবস্থান মঞ্চে অবস্থান বিক্ষোভ করছে। আজ ২৩ জুলাই থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। অপর দিকে পশ্চিমবঙ্গ থেকে চাকরি হারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি র যোগ্য শিক্ষাকর্মীদের একটা গ্রুপ দিল্লির রামলীলা ময়দানে সামিল হয়েছে এবং বিক্ষোভ কর্মসূচি তে যোগদান করেছে। ২৩ এবং ২৪ শে জুলাই দিল্লির রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আছে এছাড়াও দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে চাকর হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের। বাংলার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কে আজ দিল্লির দরবারে গিয়ে অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে! এতে কি বাংলার সম্মান বাড়ছে? যোগ্য হয়ে ও বঞ্চিত আজ, কি করলে যোগ্যতার প্রমাণ দিতে পারবে শিক্ষক শিক্ষিকা রা? স্কুলে ফিরতে চায় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সম্মানে সাথে মাথা উঁচু করে। 

Advertisement