SSC
নবান্ন অভিযান শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের
আজ ১৪ ই জুলাই সোমবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকার নবান্নের উদ্দেশ্য, হাতে এবং গলায় প্লেকার্ড লেখা ঝুলিয়ে, নিন্মচাপের বিষ্টি কে উপেক্ষা করে প নিজেদের প্রাপ্ত সম্মান ফিরে পেতে

নিজস্ব প্রতিনিধি। ১৪ই জুলাই ২০২৫। চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের চাকরি ফিরে পেতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আজ ১৪ ই জুলাই সোমবার তারা নবান্নের উদ্দেশ্য, হাতে এবং গলায় প্লেকার্ড লেখা ঝুলিয়ে, নিন্মচাপের বিষ্টি কে উপেক্ষা প্রতিকূল পরিস্থিতি সরিয়ে এগিয়ে চলছেন নিজেদের প্রাপ্ত সম্মান ফিরে পেতে। পশ্চিমবঙ্গে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কর্মরত অবস্থায় সুপ্রিম কোর্টে নির্দেশে দূর্নীতির কারণে চাকরি হারিয়ে দিশেহারা। আজ নবান্ন এর উদ্দেশ্য অভিযান করছে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। হাওড়া স্টেশন কাছে জমায়েত করেছে বহু চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা । তাদের প্রাপ্ত সম্মান এবং যোগ্যতার সহিত চাকরি ফিরিয়ে আনতে এই নবান্ন অভিযান। এমজি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। মল্লিক ফটক এবং হাওয়া ময়দান, হাওড়া স্টেশন রয়েছে পুলিশ নিরাপত্তা বেষ্টনী। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। জায়গায় জায়গায় পুলিশের লৌহ কপাট, ব্যারিকেড তা সত্ত্বেও এগিয়ে চলেছে মিছিল । এগিয়ে চলছে মিছিল, চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের।
চাকরি ফিরে পেতে বিভিন্ন আন্দোলন বিক্ষোভ কর্মসূচি
চাকরি হারিয়ে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রা দিনের পর দিন বিকাশ ভবনের সামনে, কখনো স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থান বিক্ষোভ সামিল হয়েছে। একাধিক বার রাজ্যসরকারের সাথে বৈঠকে বসেছে। এমনকি তারা করুনাময়ীতে আমরণ অনশন করেছে। ১৬ জুন বিধান সভা অভিযান করেছে। দিনের পর পর দিন রাজপথে আন্দোলন বিক্ষোভে সামিল হয়েছে। শিক্ষা দপ্তরে, এসএসসি অফিসে চিঠি কর্মসূচি পালন করেছে নতুন ২০২৫ এসএসসি নিয়োগের পরীক্ষায় বসতে নারাজ হয়ে ; নতুন করে পরীক্ষায় বসতে চায় না চাকরিহারা শিক্ষকরা এটা তাদের জন্য অসম্মানের। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের কাছে নিজের দাবি জানিয়েছে, তারা যেন তাদের চাকরি ফিরে পাবার জন্য সবকরম চেষ্টা করে। দিল্লিতে পর্যন্ত আন্দোলন করেছে নিজেদের চাকরি ফিরে পেতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রায়ই আন্দোলন বিক্ষোভ মিছিল বের করছে হৃত চাকরি পুনরুদ্ধার করতে। রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেছে, মিলেছে আশ্বাস কিন্তু কোন ফলশ্রুতি হয়নি।
শেষ আশা ভরসা রিভিউ পিটিশন
সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনার দাখিল করেছে চাকরি হারা ২৫ হাজার ৭৫২ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তাদের শেষ আশা ভরসা রিভিউ পিটিশন। রিভিউ এর মাধ্যমে তারা আবার স্কুলে ফিরতে চায়। তাদের চাকরি সুনিশ্চিত করতে চায়। গত ৮ই জুলাই নবান্নের অভিযান করছিলো এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি চাকরি হারা শিক্ষাকর্মী রা। আজ ১৪ই জুলাই নবান্নের অভিযান করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চাকুরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে পুনর্বহাল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে আজ নবান্ন অভিযান সামিল হয়েছে । সমাজের সর্বস্তরের মানুষের কাছে, সরকারের কাছে একটা বার্তা দিতে এবং তাদের দাবি গুলো তুলে ধরার জন্য। তারা যে আজ যোগ্য হয়েও বঞ্চিত। শুধু মাত্র অযোগ্যদের দূর্নীতির কারণে আজ তারা পথে বসেছে। তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে।
চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের দাবি
চাকরি হারা যোগ্য শিক্ষকদের প্রধান দাবি গুলো হল ১) সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
২) রাজ্যের বিধানসভার জরুরী অধিবেশন ডেকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সমস্যার সমাধান করতে হবে অবিলম্বে ।
৩) স্কুল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগ নোটিশ গেজেট প্রত্যাহার করতে হবে। ২০১৬ সালে এসএসসি নিয়োগের পরীক্ষায় বসা ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশ করতে হবে। ওএমআর এর ভিত্তিতে যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে।

Comments