India vs England

ইংল্যান্ডের মাটিতে ওভালে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের, সিরিজ ২-২ ড্র করে সমতা ফেরালো ভারত

টানটান উত্তেজনা শেষে ৭ রান ১ উইকেট দরকার এমন সময় ভারতীয় স্পেলের যাদুকর মহম্মদ সিরাজ এর আগুনে বোলিংয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের

সঞ্জয় কুমার দোলুই ৪ঠা আগস্ট : ইংল্যান্ডের মাটিতে ওভালে ঐতিহাসিক টেস্ট জয়ের মুহূর্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সমগ্র ভারতবর্ষ এই জয়ে উচ্ছ্বসিত এবং মুগ্ধ। টেস্ট ক্রিকেটে জয় যেন বিশ্বজয়ের তৃপ্তিতে ভরিয়ে দিলো। ভারতের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। রুদ্ধশ্বাস জয়। ক্রিকেট বিশ্ব মুগ্ধ। ক্রিকেট প্রেমী মানুষের কাছে এই জয় বিশ্বজয়ের সামিল। টানটান উত্তেজনা শেষে ৭ রান ১ উইকেট দরকার এমন সময় ভারতীয় স্পেলের যাদুকর মহম্মদ সিরাজ এর আগুনে বোলিংয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের। ৬ রানে জয়ী জয় ছিনিয়ে নিয়ে ভারত ইতিহাস রচনা করলো। 

ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টে পঞ্চম দিনে ওভাল স্টেডিয়ামে অবিশ্বাস্য ইনিংস দেখলো বিশ্ববাসী। শেষ দিনে মাত্র ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। ভারতে দরকার ছিল ৪ উইকেট। টান টান উত্তেজনা ভারতের হারতে যাওয়া ম্যাচ, ভারতীয় আগুনে বোলিং এর দাপটে জয় ছিনিয়ে আনলো। ৬ রানে জয় টেস্ট ম্যাচ জয় ভারতের। ৩৭৪ রানের লক্ষ্য মাত্র নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড চতুর্থ দিন এবং পঞ্চম দিনে দুটো দিন সময় পেলেও জয়ের দোরগোড়ায় পৌঁছে ও শেষ রক্ষা হলো না জয়ের হাসি হাসলো ভারত। ৩০০ রান তার বেশি তাড়া করতে গিয়ে কম রানের হারের নজির ছিল ইংল্যান্ডের। ১৯২৫ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭৫ রান তারা করতে গিয়ে ১১ রানে হারে ইংল্যান্ড আর আজ ৪ই আগস্ট ২০২৫ শে ৬ রানে হারলো ইংরেজিরা ভারতীয়দের কাছে। 

ভারত প্রথম ইনিংসে ২২৪ রান  এবং দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান করে। ইংল্যান্ড প্রথম ইনিংস ২৪৭ রান  এবং দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রান করে। ৬ রানে জয়ী হয়েছে ভারত। ওভালে দ্বিতীয় ইনিংসে আগুনে বোলিং করেছে মহম্মদ সিরাজ ৩০.১ ওভার বল করে ১০৪ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন এবং প্রসিদ্ধ কৃষ্ণাও ২৭ ওভারে ১২৬ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেয়। এই দুই বোলারের দাপটে ঐতিহাসিক জয়।  ভারত বনাম ইংল্যান্ড এর অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ড্র করে সিরিজের সমতা ফেরালো ভারত।

Advertisement