IndiaVsBangladesh

জয়ের ধারা অব্যাহত, বাংলাদেশ কে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারত

ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে জবাবে ১৯.৩ বলে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়ে যায় ৪১ রানে জয়ী ভারত

সঞ্জয় কুমার দোলুই : ভারতের জয়ের ধারা অব্যাহত। বাংলাদেশ কে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারত। ভারতীয় ক্রিকেটারদের ক্রীড়া চাতুর্য্যের গুনে মুগ্ধ ক্রিকেট প্রেমী মানুষ। এশিয়ার কাপে ভারতীয় দলের সামনে কোন প্রতিপক্ষই জয়ী হতে পারছে না। আসলে ভারতের ক্রীড়াচাতুর্য গুন এত উচ্চ মাত্রায় যে এশিয়ায় কোন দলের তা নেই। ভারতীয় ক্রিকেটার মানে বিশ্বক্রিকেটের তারকা খেলোয়াড়। বর্তমানে টি-টোয়েন্টি তে ১ নম্বর খেলোয়াড় অভিষেক শর্মা,  বোলার জসপ্রীত বুমরাহ রয়েছে। বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, সূর্য কুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় যারা বিশ্বক্রিকেটে রাজ করে চলেছে । আর তাদের কাছে বাংলাদেশের মতো দল তাদের সাথে তো ছেলে খেলা করবেই।বরুন-অক্ষর-কুলদীপ এই ত্রয়ীর ঘূর্ণি স্পিন যাদুতে বাংলাদেশের তাসের ঘরের মতো উইকেট পড়ে যায়। 

বাংলাদেশের বিরুদ্ধে খুব সহজেই জয় ভারতের। ৪১ রানে বাংলাদেশ কে হারিয়ে দেয় ভারত। ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে জবাবে ১৯.৩ বলে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ভারত এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেলো।

 অভিষেক ঝড় অব্যাহত ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক শর্মা করেন ৩৭ বলে ৭৫  রান, ৬ টি চার এবং ৫ টি ছক্কার বিনিময়ে। এদিন ভারতের শুভমন গিল করেন ১৯ বলে ২৯ রান, হার্দিক পান্ডিয়া করেন ২৯ বলে ৩৮ রান। প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ৯৬/২ ভারতীয় ব্যাটাররা আধিপত্য বিস্তার করলেও পরবর্তী ১০ ওভারে বাংলাদেশ দারুণ বল করেন ভারত কে ১৬৮ রানে আটকে দেয়। বাংলাদেশের রিশাদ হোসেন ২ টি উইকেট নিয়েছেন এবং তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, মহম্মদ সাইফুদ্দিন ১ করে উইকেট নিয়েছেন। 

ভারতের ১৬৮ রানের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যান সাইফ হাসান ৫১ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২১ রান করেন। আর কোন বাংলাদেশের ব্যাটার দু অঙ্কের গন্ডি টপকাতে পারেনি, একে একে অসহায়ের মতো আউট হয়ে যায় ভারতীয় স্পিন ঘূর্ণি এবং আগুন পেস বোলিংয়ের সামনে । এদিন ম্যাচে শুরু তেই প্রথম ওভারে জসপ্রীত বুমরাহ আগুনে বোলিংয়ে উইকেট হারায় বাংলাদেশ। এর পর বরুন-অক্ষর-কুলদীপ এই ত্রয়ীর ঘূর্ণি স্পিন যাদুতে কুপোকাত বাংলাদেশ। দুর্দান্ত বোলিং কুলদীপ যাদবের ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন, এছাড়াও বরুণ চক্রবর্তী ২ উইকেট, অক্ষর প্যাটেল ১ টি উইকেট , তীলক বর্মা ১ উইকেট এবং জসপ্রীত বুমরাহ ২ টি উইকেট নিয়েছেন।

Advertisement