IndiaVsPakistan

পাকিস্তান বধ অপ্রতিরোধ্য ভারত, ৬ উইকেটে পাকিস্তান কে হারালো ভারত

পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দেয়

সঞ্জয় কুমার দোলুই : পাকিস্তান বধ অপ্রতিরোধ্য ভারত, ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ দিনের মাথায় ২ বার হারিয়ে দিল ভারত। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে চরম উত্তেজনা থাকে। পাহেলগাঁও  সন্ত্রাসী হামলা, ভারত-পাকিস্তান যুদ্ধ সেই উত্তেজনায় পারদ চড়িয়েছে। ২০২৫ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে হারিয়ে ভারত হ্যান্ডশেক করেনি তার জন্য আরও উত্তেজনা সৃষ্টি হয় ভারত বনাম পাকিস্তান সুপার ফোরে। পাকিস্তানিরা ব্যাটকে বন্দুকের মতো করে সেলিব্রেশন করেছে আবার ভারতীয় ব্যাটসম্যান অভিষেক শর্মার ব্যাটিংয়ের মাধ্যমে জবাব এবং আঙুল দেখিয়ে দেওয়া পাকিস্তানের সঠিক জায়গা কোথায়। এই চরম উত্তেজনা ই ভারত বনাম পাকিস্তান ম্যাচ নতুন মাত্র যোগ করে। তবে পরিসংখ্যান বলছে ভারত পাকিস্তান ম্যাচে ভারত বরাবরই আধিপত্য বজায় রেখেছে। সেই জন্য সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব বলেছেন, "তোমরা এই প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে জিজ্ঞেস করা বন্ধ করো। যদি দুই দল ১৫ থেকে ২০ টি ম্যাচ খেলে এবং স্কোরলাইন হয় ৭- ৭ বা ৮-৭, তখন এটাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতা। আর যদি স্কোরলাইন হয় ১০-১ বা ১৩-০ আমি সঠিক জানিনা কিন্তু এটা প্রতিদ্বন্দ্বিতা নয়।" ভারত বনাম পাকিস্তান শেষ ৭ টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ৭ টি তে জয়ী হয়েছে। এখনো পর্যন্ত এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের মধ্যে ২০ টি ম্যাচে খেলা হয়েছে। ভারত জয়ী হয়েছে ১১ টি ম্যাচে, পাকিস্তান ৬ বার জয়ী, ৩ টি ম্যাচ অমীমাংসিত। 

এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে। শুরু থেকেই পাকিস্তান ব্যাটিংয়ে আধিপত্য দেখাতে থাকে  প্রথম ১০ ওভারে - ৯১/১ করে। শেষ ১০ ওভারে ভারতীয় বোলার রা আধিপত্য বিস্তার করে, পাকিস্তান শেষ ১০ ওভারে - ৮০/৪। এদিন ভারতীয় বোলারদের মধ্যে অসাধারণ পারফরম্যান্স করেন শিবম দুবে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং হার্দিক পান্ডিয়া ১ টি ও কুলদীপ যাদব ১ টি করে উইকেট নিয়েছেন। 

জবাবে ভারত ১৭২ রানের লক্ষ্য মাত্রা নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দেয়। ভারত ১৮.৫ বলে ১৭৪ রান করে ৪ উইকেটে। ভারতের তরুণ বিগ্রেড পাকিস্তানের বিপক্ষে অতি সহজ ম্যাচে জয় লাভ করছে। ভারতের তরুণ তুর্কী অভিশেষ শর্মা এবং ভারতের যুবরাজ শুভমন গিল এর ব্যাটিং তান্ডব লীলায় দিশেহারা পাকিস্তান। প্রথম থেকেই ব্যাটিংয়ে আধিপত্য বিস্তার করে ভারত। অভিষেক শর্মা প্রথম বলেই ৬ মেরে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে এবং পাওয়ারপ্লে শেষে ভারতের স্কোর ৬৯-০ এছাড়াও ৮.৪ বলে ১০০ রান করে বিনা উইকেটে ওপেনিং জুটি। ১০৫ রানের ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং শুভমন গিল এর পার্টনারশিপ। যা রানের চাপ না পড়ে পরবর্তী ব্যাটারদের কাঁধে। 
এটাই ভারতের তরুণ বিগ্রেডের আধিপত্য। এটাই ভারতের আধিপত্য।  ভারতের নয়নের মণি অভিষেক শর্মা ব্যাটিংয়ে যেন আগুন। সেই আগুনে পুড়ে ছারখার পাকিস্তান। অভিষেক শর্মা অনবদ্য ইনিংস মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন এবং ৩৯ বলে ৭৪ রান চারটি চার এবং পাঁচ টি ছক্কার বিনিময়ে।  ভারতীয় যুবরাজ শুভমন গিলের ব্যাটিং ঝড় ছিল দেখার মতো ২৮ বলে ৪৭ রান করেন। এছাড়াও তীলক বর্মা ঝড়ো ইনিংস খেলে ১৯ বলে ৩০* রানে অপরাজিত থেকে ভারত কে জয়ী করে। 

Advertisement