India vs Pakistan
এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ৭ উইকেটে হারিয়ে ভারত জয় উৎসর্গ করলেন সশস্ত্র বাহিনীকে
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১২৮ রান। আর ভারতীয় বিধ্বস্ত ব্যাটিং তান্ডব সহজেই জয় পায় ভারত। মাত্র ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় ছিনিয়ে নেয় ভারত
সঞ্জয় কুমার দোলুই, ১৫ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ দুই দেশের মধ্যে। আরও উত্তেজনা পারদ চড়েছে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে। পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় কে কেন্দ্র করে ভারত-পাকিস্থান যুদ্ধ। অপারেশন সিঁদুরে জয় ভারতের । ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহস ও দক্ষতা প্রতিটি ভারতবাসী মন জয় করে নিয়েছে। সেই আবহে ভারত-পাকিস্তান এশিয়া কাপ এর ম্যাচ, উত্তেজনা তো বটে ই যেন যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। ম্যাচের শুরু থেকেই ভারতীয় বোলার রা পাকিস্তানের বিপক্ষে প্রভাব বিস্তার করে আধিপত্য দেখাতে থাকে এবং প্রথম ওভারে প্রথম বলে পাকিস্তানের উইকেট সংগ্রহ করে এছাড়াও দ্বিতীয় ওভারে উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ভারতের স্পিন যাদুতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যায়। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১২৮ রান। আর ভারতীয় বিধ্বস্ত ব্যাটিং তান্ডব সহজেই জয় পায় ভারত। মাত্র ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় ছিনিয়ে নেয় ভারত। এদিন মাঠে পাকিস্তান কে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ভারত। ম্যাচ জয়ের শেষে ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব ভারতীয় সশস্ত্র বাহিনীর কে জয় উৎসর্গ করেন।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় পাকিস্তান। বল হাতে ভারতের নয়নের মণি হার্দিক পান্ডিয়ার, প্রথম ওভারে প্রথম বলে পাকিস্তানের সাঈম আয়ুব কে আউট করলেন সমগ্র স্টেডিয়ামে জুড়ে উত্তেজনার পারদ। আগুন জ্বালিয়ে দিলেন পান্ডিয়া। এরপর পরে ওভারে জসপ্রীত বুমরাহ এলেন বল করতে তিনি ও আউট করলেন মহম্মদ হ্যারিসকে। ভারতীয় আগুনে বোলিং ঝড়ে কপোকাত পাকিস্তান। ভারতীয় স্পিনাররা অক্ষর প্যাটেল ২ উইকেট , বরুণ চক্রবর্তী ১ উইকেট , কুলদীপ যাদব ৩ উইকেট এর স্পিন যাদুতে দিশেহারা পাকিস্তান ৯ উইকেট ১২৮ করে। জবাবে ভারতের অতি সহজে জয়।এদিন প্লেয়ার অফ দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন কুলদীপ যাদব।
এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ব্যাট ঝলসে উঠলো। ভারতীয় তরুণ প্রজন্ম গর্জে উঠলো, অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা পাকিস্তান। অবিশ্বাস্য ইনিংস খেললেন অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান। যেন আগুনের গর্জন। ক্রিকেট প্রেমী মানুষের কাছে মন জয় করে নিলেন। এশিয়া কাপে পর পর দুটি ম্যাচে - প্রথম ম্যাচে ৩১(১৬),দ্বিতীয় ম্যাচে ৩১(১৩) রান অসাধারণ পারফরম্যান্স অভিষেক শর্মার।
অসাধারণ পারফরম্যান্স করলেন তীলক ভার্মা এবং সূর্য কুমার যাদব জুটি। তীলক ভার্মা ৩১(৩১) রান এবং অনবদ্য পারফরম্যান্স অধিনায়ক সূর্য কুমার যাদবের ৪৭*(৩৭)। ছক্কা মেরে জয় আনলেন সূর্য কুমার। বোলিং এবং ব্যাটিং তে ভারতীয় তরুণ তুর্কী এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতবাসী তথা বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে।

Comments