Archery
ভারতীয় তীরন্দাজিতে স্বমহিমায় উজ্জ্বল মালদার বছর উনিশের তরুণ তুর্কী জুয়েল সরকার
সিঙ্গাপুরে এশিয়া কাপে তীরন্দাজ প্রতিযোগীতায় জাতীয় দলে খেলার সুযোগ ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে জুয়েল সরকার
বিদ্যুৎ ভৌমিক, তারকেশ্বর (হুগলি) : অতি অল্প সময়ের মধ্যে অতুলনীয় ক্রীড়াশৈলীর ঝড় তুলে নিজের জাত চিনিয়ে ক্রীড়া জগতে এক অসাধারণ ভূমিকায় অবতীর্ণ হয়ে দাগ কেটেছেন মালদহের তরুণ তীরন্দাজ জুয়েল সরকার ।আর্চারি নিয়ে এত গভীর মনোনিবেশ কল্পনায় নয়, মনেও স্থান দেওয়া যায় না ।নামেও জুয়েল আর খেলার চটকদারিত্বে অভিনব প্রয়াসে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির আবাসিক মালদহের ১৯ বৎসরে পদার্পণ করা তরুণ তুর্কী জুয়েল ।
জাতীয় গেমস তীরন্দাজিতে সাফল্য
বিগত উত্তরাখন্ডে আয়োজিত জাতীয় গেমসে তীরন্দাজির রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় দুই অলিম্পিক জয়ী তীরন্দাজ জয়ন্ত তালুকদার ও তরুণদীপ রাইকে পর্যুদস্ত করে সোনার ছেলে রূপে স্বীকৃতি লাভ করেছেন।সেই জয়ের ধারাবাহিকতা তিনি বজায় রেখে আগুয়ান হয়েছেন ।সে কারণে পুণেতে আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে ট্রায়ালে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ও আগস্টে কানাডায় অনুষ্ঠিতব্য তীরন্দাজি যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এ রাজ্য থেকে একমাত্র প্রতিনিধিত্বকারী হিসেবে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।এটা কি কম কথা! খুবই ভালো খবর।
সিঙ্গাপুরে এশিয়া কাপে তীরন্দাজ প্রতিযোগীতায় জাতীয় দলে খেলার সুযোগ ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে জুয়েল সরকার
সূত্রের খবর, আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত সিঙ্গাপুরে এশিয়া কাপ স্টেজ ২ আর্চারি প্রতিযোগিতা শুরু হবে ও ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট তারিখ পর্যন্ত কানাডার ইউনিপেজ- এ ওয়ার্ল্ড আর্চারি ইউথ প্রতিযোগিতার দিনক্ষণ স্থিরীকৃত হয়েছে । ভারত থেকে জুয়েল সহ মোট ৮ তীরন্দাজ প্রতিযোগী জাতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন।এ বিষয়ে ঝাড়গ্রামের জেলা সমাহর্তা সুনীল আগরওয়াল জানান যে, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় ।ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে জুয়েল সরকার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ।আমাদের অনেক শুভেচ্ছা রইল জুয়েল বিশ্ব জয় করে এসে জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করবেন ।
জুয়েলের সাফল্যে আরও বড় স্বপ্ন দেখছে জুয়েলের প্রশিক্ষক রাহুল বন্দ্যোপাধ্যায়
আসলে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি গঠিত হয়েছে ।এই অ্যাকাডেমি দেখভাল করেন প্রখ্যাত অলিম্পিয়ান তীরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্যায় ও দোলা বন্দ্যোপাধ্যায়।এই অ্যাকাডেমি থেকে জুয়েল ভারতের দুই দলে স্থান পাওয়ায় স্বভাবতই খুশি জুয়েলের প্রশিক্ষক রাহুল বন্দ্যোপাধ্যায়।ছাত্রকে নিয়ে তাঁর আনন্দের অন্ত নেই ।অলিম্পিয়ান রাহুল জানালেন যে, গত ছ' মাস ধরে যেভাবে জুয়েলের সঙ্গে লেগে থেকেছি, ওর প্রস্তুতিতে সাহায্য করেছি, তার ফল পাওয়া গেল ।ন্যাশনাল গেমসে জিতলেও ওর খেলায় কিছু টেকনিক্যাল দিক মেরামতির প্রয়োজন ছিল ।জুয়েল কিন্তু ভুল শুধরেছে ।ওর ধারাবাহিকতায় আমি মুগ্ধ ।ও পরিশ্রম করতে পারে, মানসিক দৃঢ়তা আছে, শেখার আগ্রহ প্রবল।কোনও কোনও সময় নিজেই এসে বলে ওই ভুলটা আর হয়নি।ওকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখছি।
ক্রীড়াচাতুর্যের গুণে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি
মালদহের মাত্র ঊনিশ বৎসর বয়সী তরুণ তীরন্দাজ জুয়েল সরকারের মানসিক দৃঢ়তা নিঃসন্দেহে তারিফ করার মতো। প্রথিতযশা প্রশিক্ষক রাহুল বন্দ্যোপাধ্যায়ের আহামরি প্রশংসায় পঞ্চমুখ হয়ে জুয়েলের সংক্ষিপ্ত বক্তব্য : রাহুল স্যরের জন্য আমি অনেক উন্নতি করেছি ।এবার লক্ষ্য, সিনিয়র দলেও সুযোগ পাওয়া ।তবে ধাপে ধাপে এগোতে চাই ।জুয়েলের ক্রীড়াচাতুর্যের গুণে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি আজ অভাবনীয় গৌরবের অধিকারী ।তাঁর এই অভাবনীয় সাফল্য উল্লেখ করা যায় যে, ৩৮ তম জাতীয় গেমসে জুয়েল স্বর্ণ পদক জয় করে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির মুকুটে নয়া পালক সংযোজিত করেছেন ।এছাড়া 'খেলো ইন্ডিয়া ' ইষ্ট জোনের আর্চারি প্রতিযোগিতায় জুয়েল প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক বিজয়ী হন।২০২২ সালে এশিয়াডে জুয়েল দলগত বিভাগে স্বর্ণ পদক ছিনিয়ে এনেছেন ও ২০২৩ সালে ভারতের জুয়েল রৌপ্য পদক অর্জন করেছিলেন ।সে কারণে মালদহের জুয়েল সরকার জুয়েলই ।তাঁর তুলনার জুড়ি মেলা ভার ।
ছবি : সংগৃহীত ।

Comments