সুজিত নায়েক
আরামবাগ থেকে কন্যাকুমারী পরিবেশ বাঁচাতে এক যুবকের সাইকেল যাত্রা
হুগলির আরামবাগের প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে সুজিত নায়েক জল অপচয় রোধ, খাবার অপচয় না করা এবং গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে চড়ে রওনা হলেন কন্যাকুমারীর উদ্দেশ্যে।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ : স্বাধীনতা দিবসের সকালে হুগলির আরামবাগের প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে সুজিত নায়েকের দীর্ঘ সাইকেল যাত্রা।এই যুবক জল অপচয় রোধ, খাবার অপচয় না করা এবং গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে চড়ে রওনা হলেন কন্যাকুমারীর উদ্দেশ্যে।প্রায় ২৫ হাজার কিলোমিটারের এই যাত্রা শুধুমাত্র শারীরিক সহনশীলতার পরীক্ষা নয়, বরং মানুষের মনে পরিবেশ সচেতনতার বীজ বপনের এক অনন্য প্রচেষ্টা। সুজিত বলেন গন্তব্যে পৌঁছাতে প্রায় ২৫ দিন লেগে যাবে।
যুবকের সাইকেলে ঝোলানো ব্যানারে লেখা— “জল অপচয় বন্ধ করুন, খাবার অপচয় বন্ধ করুন, গাছ লাগান – প্রাণ বাঁচান”। প্রতিটি গন্তব্যে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন, শিশুদের সচেতন করবেন এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরবেন।
নিজের অনুপ্রেরণা সম্পর্কে তিনি বলেন, “প্রকৃতি আমাদের জীবন দিয়েছে, তাই প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য। সাইকেলে চললে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়, তাদের মন ছোঁয়া যায়।”
হুগলি জেলার আরামবাগের সাধারণ মানুষও তার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। কেউ খাবার দিচ্ছেন, কেউ থাকার ব্যবস্থা করছেন, আবার কেউ গাছ লাগানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।
এই সাইকেল অভিযান শুধুমাত্র এক ব্যক্তির প্রচেষ্টা নয়—এ এক সামাজিক আন্দোলনের সূচনা, যেখানে প্রত্যেক মানুষ নিজেকে পরিবেশের রক্ষক হিসেবে ভাবতে শিখবে।

Comments