নারী নিরাপত্তা
আরামবাগে নারী নিরাপত্তা ইস্যুতে বিজেপির প্রতিবাদী মিছিল
নারী শক্তিকে সম্মান জানিয়ে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ মিছিল

নেহা মালিক, আরামবাগ : হুগলীর আরামবাগ দৌলতপুরে আজ বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদী মিছিল। নারী শক্তিকে সম্মান জানিয়ে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়।
দৌলতপুর থেকে শুরু হয়ে মিছিলটি আরামবাগের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয়।অংশগ্রহণকারীরা অভিযোগ তোলেন যে, পশ্চিমবঙ্গে নারীরা আজও সুরক্ষিত নয় এবং নিরাপত্তাহীনতার পরিবেশে বসবাস করছেন।
আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বে এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সুশান্ত কুমার বেরা, ফাল্গুনী পাত্র, নমিতা নায়েকসহ একাধিক নেতৃবৃন্দ। তাঁরা জানান, নারী শক্তি আমাদের সমাজের মেরুদণ্ড, অথচ বর্তমান রাজ্যে তাঁদের প্রতি সম্মান ও সুরক্ষা দুটোই প্রশ্নের মুখে।
এই মিছিলের মাধ্যমে বিজেপি নেতৃত্ব বার্তা দেন— "নারী শক্তিকে মর্যাদা ও সুরক্ষা দিতে হবে, আর তা নিশ্চিত করতে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে।"

Comments