পানীয় জলের মেশিন
বিধায়ক তহবিল থেকে বিদ্যালয়ে পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন
কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কীর্নাহার তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি
শুভদীপ গুঁই; কীর্ণাহার : পরিশ্রুত পানীয় জলের সমস্যা থেকে অবশেষে রেহাই পেল কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কীর্নাহার তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়। দীর্ঘদিন ধরেই ওই দুটি বিদ্যালয়েই ছিল পরিশ্রুত পানীয় জলের সমস্যা আর সেই সমস্যার কথা নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির কানে যেতেই তড়িঘড়ি উদ্যোগ নেন ওই দুটি বিদ্যালয়েই দ্রুত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করার।
আর শেষ মেশ স্বাধীনতা দিবসের আগেই বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কীর্ণাহারের দুটি উচ্চ বিদ্যালয়েই বিধায়ক বিধানচন্দ্র মাঝির তহবিল থেকে স্থাপন করা হলো পরিশ্রুত ঠাণ্ডা পানিয় জলের মেশিন। শুধুমাত্র এই দুটি বিদ্যালয় নয় নানুরের আরও বেশ কয়েকটি বিদ্যালয়েও এই ধরনের মেশিন বসানো হচ্ছে।
তবে এই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থায় খুশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরাও।কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘোষ জানান, বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের সমস্যা দীর্ঘ কয়েকবছর ধরেই।অনেকেই আমাকে জানিয়ে ছিলেন আর সেই অভিযোগ পাওয়ার পরই নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথে বিধায়ক বিধানচন্দ্র মাঝি কে মৌখিক ভাবে জানানো হয় আর তার পরই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এতটাই দরদী উনি যে অতি দ্রুত বিধায়ক তহবিল থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিদ্যালয়ে এই ধরনের একটি উপহার দেন,যাতে খুশি কীর্নাহার বাসী।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা দের কথায়, বিধায়ক কে ধন্যবাদ দিলে কম বলা হয়,কারণ তিনি না থাকলে হয়তো আজও এই সমস্যার সমাধান ঠিক হয়ে উঠতো না। তাই এতো সুন্দর একটি উপহার পেয়ে আমরাও খুশি।

Comments