মোদীর বঙ্গসফর
বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লক্ষ্য ২৬- র নির্বাচন
২৬- র নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। আজ দুর্গাপুরে জনসভার পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন বলে সূত্রের খবর। একইসাথে, বঙ্গে ঘটে যাওয়া দুর্নীতি থেকে ধর্ষন সকল বিষয় উঠে আসে প্রধানমন্ত্রী -র বক্তব্যে।
নিজস্ব প্রতিনিধি, ১৮ ই জুলাই ২০২৫: বিধানসভা নির্বাচনের প্রাককালে বঙ্গ রাজনীতিকে আরও শক্তিশালী করতে আজ বঙ্গ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাখির চোখ ২৬- র নির্বাচন। প্রশাসনিক সভা সেরে দুর্গাপুরে রাজনৈতিক সভার মঞ্চে পৌঁছোলেন নরেন্দ্র মোদী। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করলেন বঙ্গ বিজেপির নব নিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর মহাশয়। আজ দুর্গাপুরে জনসভার পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন বলে সূত্রের খবর।
বর্তমানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। একদিকে , শিল্প- কলকারখানাগুলি তে তালা অন্যদিকে সরকারি নিয়োগে দুর্নীতির ছায়া ঘিরে রয়েছে গোটা বাংলার। এরই মধ্যে, নরেন্দ্র মোদীজির বার্তা 'বাংলা শিল্পসমৃদ্ধ হবে'। বার্তা প্রদানের পাশপাশি সাত প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেগুলি হল বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিডিজি) প্রকল্প ১৯৫০ কোটি টাকার , দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইন-এর দুর্গাপুর থেকে কলকাতা ১৩২ কিলোমিটার-র অংশ যা প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের অংশ। দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৪৫৭ কোটি টাকা ব্যয়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার শিলান্যাস। পুরুলিয়া-কলকাতা রেললাইন ডাবলিং (৩৬ কিলোমিটার)। এর ফলে জামশেদপুর, বোকারো, ধানবাদের কারখানাগুলির মধ্যে রেল সংযোগের সুবিধা বাড়বে বলে জানাচ্ছে কেন্দ্র। প্রকল্পটি ৩৯০ কোটি টাকার, এছাড়াও তিনি বলেন, ‘দুর্গাপুর স্টিল সিটি উৎকর্ষ শ্রমের বড় জায়গা। এখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হল। যোগাযোগ পরিকাঠামো মজবুত হবে, কর্মসংস্থান হবে। ‘মেক ইন ইন্ডিয়া’, ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ এই মন্ত্রে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। সবাইকে অভিনন্দন জানাই এই প্রকল্পগুলোর জন্য। সমগ্র বিশ্বে আজ বিকশিত ভারতের বিষয়ে চর্চা হচ্ছে। এই নতুন বদলে যাওয়া ভারতের অন্যতম লক্ষ্য হল পরিকাঠামো।’
তৃণমূল সরকার গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে। তৃণমূল বিদেয় হলে তবেই বাংলায় আসবে উন্নয়ন। এই বার্তার পাাশাপাশি রাজ্য থেকে ভারতের প্রথম মহিলা ডাক্তারি পাশ করেছেন, সেখানেই এক মহিলা চিকিৎসকের কী পরিণতি হয়েছে তা সবাই দেখেছে। আরজি কর কাণ্ডে সবাই দেখেছে কী ভাবে তৃণমূল অপরাধীদের আড়াল করেছে। সেই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও এক কলেজে আরও এক মেয়ের সঙ্গে একই কাণ্ড। সেখানেও মূল অভিযুক্তর সঙ্গে তৃণমূলেরই যোগ।শাসকদলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একাই সাথে দুর্নীতির প্রসঙ্গ টেনে মাননীয় মোদীজি বলেন, এসএসসি প্যানেল বাতিলের প্রসঙ্গ তোলে মোদী বলেন, ‘এত শিক্ষক চাকরি হারিয়েছেন তার জন্য দায়ী শুধু তৃণমূলের দুর্নীতি। কোর্টকে পর্যন্ত বলতে হলো এটা সিস্টেমেটিক ফ্রড। এই জন্য শুধু শিক্ষকেরাই জীবিকা হারাননি, পড়ুয়াদের ভবিষ্যতও সঙ্কটে পড়েছে।
অর্থাৎ, ভারতের প্রধানমন্ত্রী তথা বঙ্গ বিজেপির প্রধানের বার্তায় ২৬- র নির্বাচন যে আর বেশি দূরে নেই , সেই বার্তায় আজ বিজেপির সকল কর্মীবৃন্দকে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী তা বলা বাহুল্য। একইসাথে,বাংলা ভাষাতেই মোদী বললেন, বাংলা পরিবর্তন চায়। বাংলা উন্নয়ন চায়।

Comments