২২শে শ্রাবণ

বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ, বাংলা জুড়ে রবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য

বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ, মননে রবীন্দ্রনাথ। ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব সাহিত্যে অমর সৃষ্টি প্রিয় কবির।

সঞ্জনা সমাদ্দার,২২ শে শ্রাবণ,১৪৩২: আজ ২২শে শ্রাবণ, বাংলা সাহিত্যের জ্যোতিপুঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু। তাঁকে স্মরণ করে এদিন পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী মানুষ গভীর শ্রদ্ধা ও আবেগে পালন করছে স্মরণানুষ্ঠান।আজও তিনি বেঁচে আছেন মানুষের চেতনায়, সাহিত্যে, সংগীতে, প্রতিদিনের জীবনে। ২২শে শ্রাবণ তাই শুধু মৃত্যুর স্মরণ নয়, এটি কবির চিরজীবনের বার্তা বহন করে।
১৯৪১ সালের ২২শে শ্রাবণ, রবির শান্তিনিবাসের উদয়নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মানুষটি—যার কলমে বাঙালির আত্মা কথা বলে, যার কণ্ঠে ধ্বনিত হয় জগতের গভীর সুর।মৃত্যুতে যে জন অমৃতলোকে চিরজীবী হলেন তিনি কবিগুরু।তাই তো মৃত্যু তাঁকে গ্রাস করতে পারেনি, কারণ কবি লিখেছিলেন—“মরণ রে, তুঁহু মম শ্যাম সমান/জীবনেরে করেছ পূর্ণ, করেছ মহান।” অর্থাৎ,মৃত্যু জীবনেরই এক পরিপূর্ণ রূপ।এই মৃত্যু না থাকলে জীবন হতো অগভীর, অর্থহীন।তাই মৃত্যুও জীবনের মতোই সুন্দর, মহান, এমনকি প্রেমাস্পদের মতো প্রিয়।
কবির কণ্ঠে- “আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে/ সন্ধ্যা তারি আকাশে তব নীরব আছে।”আমরা কবির মধ্যে ভালোবাসি, কবিগুরুর নাটকের মধ্যে প্রশ্ন করি, এবং তাঁর গল্পের মধ্যে জীবনের এক নিঃশব্দ কথোপকথন খুঁজে পাই। কবিগুরুর  শেষজীবনের কবিতাগুলিতে বারবার ফিরে আসে এই মৃত্যুর মাধুর্য ।'শেষের দিনের দান' কবিতায় কবি বলেন-“যা কিছু আছে তা শেষ হবে, এই কথা যদি না থাকত/তবে কবিতার অন্ত থাকত না।”এই লাইনগুলো যেন তাঁর জীবনের চূড়ান্ত উপলব্ধি।
আজকের দিনে আমরা শুধু একটি প্রয়াণকে স্মরণ করি না, স্মরণ করি সেই চিরঞ্জীব সত্তাকে যিনি বলেছিলেন,
“আমি চিরকাল রইব আলোর পথের ধারে।”
তিনি আমারদের সেই আলো, যে আলোয় বাংলা সাহিত্য উজ্জ্বল। কবি আবাদের শিখিয়েছেন চলে যাওয়া মানেই শেষ নয়। কারণ রবীন্দ্রনাথ নিজেই বলে গিয়েছেন-“শেষ হয়নি, আর কিছু হবার ছিল—আছে,/চিরকাল থাকবে।”
এই লাইনগুলো তাঁর প্রয়াণের গভীরতা ও অমরত্বকেই বার বার তুলে ধরেছে। অর্থাৎ, কবিগুরুর প্রয়ান দিবসে আমরা ম বলতেই পারি চিরশ্রদ্ধায় প্রণাম কবিগুরু—
আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন।এই বাংলার প্রতিটি কোনায়, প্রতিটি গৃহে।

Advertisement