নদীয়া
বিধায়কের উদ্যোগে জল নিকাশি ব্যবস্থা হল খুশি এলাকাবাসী
নদীয়া জেলার মুরুটিয়া থানার অধীন নেতাজি মোড়ে রাস্তার বেহাল দশা বৃষ্টির জল জমে নিকাশি ব্যবস্থায় খুশি এলাকাবাসী
নদীয়ার করিমপুর, অর্ধেন্দু মালাকার : নদীয়া জেলার মুরুটিয়া থানার অধীন নেতাজি মোড়ে রাস্তার বেহাল দশা বৃষ্টির জল জমে। কয়েক মাস ধরে বৃষ্টি চলছে মুষলধারায় আর এই বৃষ্টির জল ওই নেতাজি মোড়ে এসে জমছে, এক হেটু জল জমে যায় রাস্তার দুই পাশে দোকানদার থেকে রাস্তা চলতি মানুষ সবারই করুন দশা। এই রাস্তা মরুটিয়া মোড় থেকে মহিষবাথান একদিকে আর এই মুরুটিয়া বাজার এই রাস্তায় হাজার হাজার লোকের চলাচল প্রত্যেকদিন। টোটো অটো মোটরসাইকেল বাইসাইকেল ও অন্যান্য গাড়ি যেতে অনেক সমস্যায় পড়তে হয়। এই মরুটিয়া নেতাজি মোড়ে অবস্থিত ব্যাংক বা এই নেতাজি মোর পার করেই ১০০ মিটারের মধ্যে মুরুটিয়া থানা তে আসতে ও ব্যাংকে আসতে এলাকার মানুষজনের অনেক অসুবিধা হয় এমনকি এলাকার ছাত্র-ছাত্রী এলাকায় অসুবিধায় পড়েন। এখানে জল জমে থাকায় এই অভিযোগ পেয়েছেন এলাকাবাসীর কাছ থেকে করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়।
আজকে তিনি সরজমিনে পরিদর্শন করতে আসলেন এই জায়গা ও করিমপুর ২ নম্বর ব্লকে যে ইঞ্জিনিয়ার আছেন তার সাথেও আজকে কথা বললেন কিভাবে জল নিকাশি করা যায়। প্রশাসনের দাঁড়ায় জেসিপি দিয়ে রাস্তার দুদিকে উঁচু মাটির ঢিলা কেটে জল বার করে দিলেন। কিছুদিন পর ওই রাস্তায় কাজ শুরু হবে। এলাকাবাসী মুরুটিয়া বাসি এতে বেশি উপকৃত হবেন এলাকাবাসী।

Comments