Traffic

নতুন রূপে তারকেশ্বর ট্রাফিক গার্ড, রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ট্রাফিক গার্ড ভবনের

হুগলি রুরাল পুলিশ জেলার অন্তর্গত তারকেশ্বর সাব ট্রাফিক গার্ড এর চাঁপাডাঙায় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এতে করে চাঁপাডাঙার মত জনবহুল এলাকায় দূর্ঘটনা কম হবে এবং যাত্রী সুরক্ষা সুনিশ্চিত হবে

নিজস্ব প্রতিনিধি (হুগলি) : জনগনের সুরক্ষা সুনিশ্চিত করতে সদা সজাগ পুলিশ প্রশাসন। যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক পরিষেবা কে উন্নত মানের এবং নাগরিক সুরক্ষা সুনিশ্চিত করতে হুগলি রুরাল পুলিশ জেলার অন্তর্গত তারকেশ্বর সাব ট্রাফিক গার্ড এর চাঁপাডাঙায় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এতে করে চাঁপাডাঙার মত জনবহুল এলাকায় দূর্ঘটনা কম হবে এবং যাত্রী সুরক্ষা সুনিশ্চিত হবে। 

আধুনিক ট্রাফিক গার্ড ভবনের শুভ উদ্বোধনে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

আজ ৫ই জুন হুগলি রুরাল পুলিশ জেলার অন্তর্গত তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায়। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই নতুন ভবনটি এলাকার যান নিয়ন্ত্রণ ও ট্রাফিক পরিষেবাকে আরও দক্ষ ও গতিশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ প্রশাসনকর্তৃপক্ষ। আধুনিক ট্রাফিক গার্ড ভবনের শুভ উদ্বোধনে অনুষ্ঠানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রা উপস্থিত ছিলেন। এছাড়াও  উপস্থিত ছিলেন জেলার স্থানীয় প্রশাসনিক কর্তা ও বিশিষ্টজনেরা। তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাননীয় এসপি সাহেব কামনাশীষ সেন মহাশয়, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, এডিশনাল এসপি রুরাল সাহেব CI স্যার, CI স্যার তারকেশ্বরের , তারকেশ্বর পুলিশ স্টেশনে OC , ডিএসপি হেডকোয়াটার স্যার
এবং তারকেশ্বরের TI স্যার প্রমুখ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। 

মানবিকতার বার্তা পুলিশ প্রশাসনের

তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের নতুন ভবনের শুভ উদ্বোধনে দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে আয়োজিত করা হয় একটি রক্তদান শিবির।  এই রক্তদান শিবিরে বহু সাধারণ মানুষ, ট্রাফিক পুলিশ কর্মী ও প্রশাসনিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন। পুলিশ প্রশাসনের এই মহানুভব উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন মানবিকতার বার্তা দেওয়া হয়েছে। অপর দিকে তেমনই রক্ত সংকট মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শিবির। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এই মহানুভব কাজের প্রশংসায় পঞ্চমুখ। 

 তারকেশ্বর সাব ট্রাফিক গার্ড ভবনের শুভ উদ্বোধন  

আজ তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হলো। তারকেশ্বরবাসীদের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এই নতুন ভবন যে এক মাইলফলক হয়ে থাকবে। আধুনিক এবং উন্নত ট্রাফিক পরিষেবা প্রদানই লক্ষ্য । পাশাপাশি রক্তদানের মতো মহৎ উদ্যোগ এই অনুষ্ঠানের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে।

Advertisement