নদীয়া

বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু সেই বাড়িতে মানবিক রূপ দেখালো এলাকার মুসলিম যুবক

নদীয়া জেলার মরুটিয়া থানার অধীন সিঙ্গাডাঙ্গা সরদার পাড়ায় বজ্রাঘাতে মৃত্যু স্বামী-স্ত্রীর

নদীয়া জেলার মরুটিয়া থানার অধীন সিঙ্গাডাঙ্গা সরদার পাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর। মৃত ব্যক্তির নাম শ্যামল মন্ডল ও তার স্ত্রী কুসুম মন্ডল। তারা উভয়েই ছিল খুবই দুস্থ, তাদের দিন চলত পরের জমিতে দিনমজুর করে। তাদের দুটো দুটো ছোট বাচ্চা ছেলে আছে। তাই সারা দেশে যখন ধর্মীয় নিপীড়ন চলছে সারা দেশ যখন ভেদাভেদের রাজনীতি নিয়ে মেতে উঠেছে। তাই সব মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান ও জাতিভেদ ভুলে ভেদাভেদ ভুলে সবাই আমরা মানুষ এটাই আমাদের শ্রেষ্ঠ পরিচয়। সেই কথা মাথায় রেখে মুরুটিয়া থানার অধীন মরুটিয়া এলাকার মুসলিম যুবক রাকিবুল শেখ তিনি সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিলেন ওই দুস্থ দিনমজুর খাটা মৃত ব্যক্তির পরিবারের দিকে।

আজ সিংগাডাঙ্গা গ্রামে গিয়ে মৃতার পরিবারের হাতে খাদ্য সামগ্রিক বস্ত্র ও পরলৌকিক যা কাজকর্ম হিন্দু শাস্ত্রে হয়, সবটুকুর দায়িত্ব নিলেন নিজের কাঁধে। আজ তিনি বললেন কাজী নজরুলের কবিতায় মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ। আমরা সকলেই মানুষ আমাদের পরিচয় মনুষত্বের। এই ঘটনায় এলাকার সকল মানুষ রাকিবুল কে দুহাত তুলে আশীর্বাদ করেছে ও কাছে টেনে নিয়েছে নিজের ঘরের ছেলে বলে। রাকিবুল তিনিও বলেছেন প্রতিটা মানুষের জন্য আমি আছি সুখ দুঃখে বিপদে-আপদে আমি সবারই দোরগোড়ায় পৌঁছে যাব মানুষকে সাহায্য করাই আমার ধর্ম। এটাই আমায় মানব ধর্ম বলে আমি মনে করি।

Advertisement