শ্রাবণী মেলায়

তারকেশ্বরের শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের রেকর্ড গড়ে একদিনে বিক্রি হল প্রায় ১৩ লাখ রেলের টিকিট

শ্রাবণী মেলায় তারকেশ্বরে ভক্তদের বাড়তি ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ একাধিক ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে

নিজস্ব প্রতিনিধি। ২৫ শে জুলাই ২০২৫। শ্রাবণী মেলা হল পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর শহরে অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব। মেলাটি শ্রাবণ মাসে (জুলাই - আগস্ট)  শিবের জলাভিষেকের জন্য অনুষ্ঠিত হয়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারকেশ্বরে ছুটে আসেন। শ্রাবণী মেলায় তারকেশ্বরে ভক্তদের বাড়তি ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ একাধিক ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 

১০ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট পর্যন্ত বিভিন্ন রবিবার, সোমবার ও উৎসবের নির্দিষ্ট দিনগুলিতে এই বিশেষ ট্রেন পরিষেবা চলবে বলে সূত্রের দাবি। হাওড়া – তারকেশ্বর রুটে চলবে চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন। হাওড়া থেকে এই ট্রেনগুলি ছাড়বে রাত ১২:৩০, ০২:৪০, ০৩:২০ ও ০৪:১৫ মিনিটে এবং তারকেশ্বরে পৌঁছাবে যথাক্রমে ০২:০০, ০৪:১০, ০৪:৫০ ও ০৫:৪৫ মিনিটে। শিব দর্শন শেষে ভক্তদের ফেরাতে তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনগুলি ছাড়বে ভোর ০১:৩৫, ০২:১৭, ০২:৩০ ও সকাল ০৫:৫৫ মিনিটে।এছাড়া, গঙ্গাজল সংগ্রহের কেন্দ্রস্থল শেওড়াফুলি থেকেও থাকবে বিশেষ ট্রেন পরিষেবা। 

শেওড়াফুলি – তারকেশ্বর রুটে চলবে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন, যা সকাল ০৬:৫৫ থেকে সন্ধ্যা ১৯:৩৫ পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়বে এবং প্রতিটি স্টেশনে থামবে। সবমিলিয়ে চলতি বর্ষে রেল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শ্রাবণের প্রথম সোমবার একদিনে টিকিট বিক্রি হয়েছে প্রায়১৩ লক্ষ ৩৩ হাজার ১৫ টাকার টিকিট ।অর্থাৎ, ভক্তের ঢল যে আরও বাড়বে তা বলার আর উপেক্ষা থাকে না । এই সময় বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তীর্থযাত্রীদের যাত্রা আরও সুশৃঙ্খল ও সুরক্ষিত করে তুলবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ মিলিতভাবে এই মেলাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ।

Advertisement