বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধন দিবস

শিল্পাঞ্চলে বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধনে উৎসবের আমেজ, উপস্থিত জেলাশাসক

দেশ তথা রাজ্য এমনকি জেলার নানান প্রান্তে আজ মহাসমারোহের সাথে পালিত হচ্ছে রাখি বন্ধনের সাথে সাথে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান।

রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান : শনিবার অর্থাৎ ৯ আগস্ট একদিকে যেমন মেলবন্ধনের রাখি উৎসব তেমনি বিশ্ব আদিবাসী দিবস। দেশ তথা রাজ্য এমনকি জেলার নানান প্রান্তে আজ মহাসমারোহের সাথে পালিত হচ্ছে রাখি বন্ধনের সাথে সাথে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান। 
প্রতিবছর ৯ই আগস্ট দিনটি বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ঐতিহ্য এবং তাদের প্রতি হওয়া অবিচারের বিষয়ে সচেতনতা বাড়াতে পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান। 
জেলার বিভিন্ন প্রান্তের মতো এদিন শিল্পাঞ্চল জামুড়িয়া মেতে উঠেছিল বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধন এর অনুষ্ঠানে। 

এদিন শনিবার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত চিচুুড়িয়া রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক মঞ্চে জেলাশাসক,  বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক, রাজনৈতিক নেতা-নেত্রী,  এবং বিভিন্ন জায়গা থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন উপস্থিত থেকে একযোগে পালন করল বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধন উৎসব। যা শিল্পাঞ্চলের বুকে এক অনন্য নজির।  
জেলাশাসক পোন্নাম্বলম এস প্রদীপ প্রজ্জলন এর মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরবর্তীতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা জ্ঞাপন, আদিবাসী নৃত্য,বক্তৃতা ইত্যাদির মধ্য দিয়ে অনুষ্ঠান চলতে থাকে। অন্যদিকে আজকের এই অনুষ্ঠান মঞ্চে আদিবাসী জনগোষ্ঠীর ছেলেমেয়েরা যারা শিক্ষা জগতে সুনাম অর্জন করেছে তাদের হাতে মেমেন্টো এবং স্মারকলিপিও তুলে দেওয়া হয়। 
অনুষ্ঠান মঞ্চের বাইরে  স্বাস্থ্য দপ্তর, আনন্দধারা দপ্তর,পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর , উদ্যানপালন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর , আদিবাসী উন্নয়ন দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, উপভোক্তা বিষয়ক দপ্তর, শিক্ষা দপ্তর, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর, খাদ্য ও সরবরাহ দপ্তর, কৃষি ও কৃষি বিপণন দপ্তর, বন বিভাগ ইত্যাদি  দপ্তরের আধিকারিকরা  বিশ্ব আদিবাসী দিবসে আগত আদিবাসী মানুষজনদের পরিষেবা দেওয়ার জন্য শিবির করেছিলেন। অনুষ্ঠানের শেষে প্রতিটি শিবির ঘুরে দেখলেন জেলা শাসক।

আজকের অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নাম্বলাম এস. জানান জেলার অন্যান্য প্রান্তের মতো আজ পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ তারিখ  ঝাড়গ্রাম জেলা থেকে জামুড়িয়ার রবীন্দ্রনগর কলোনিতে অনুষ্ঠিত আদিবাসী দিবস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তিনি জানান আজ একদিকে যেমন বিশ্ব আদিবাসী দিবস অন্যদিকে মেলবন্ধনের রাখি উৎসব, উৎসাহ উদ্দীপনার সাথে শিল্পাঞ্চলের মানুষ একযোগে দুটি অনুষ্ঠানই পালন করছেন।

Advertisement