Eid

রথের মাঠে ঈদের নামাজ, অন্যন্য নজির শিল্পশহরে

রথযাত্রা উপলক্ষে অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণের ময়দানেই ধ্বনিত হলো আজানের পবিত্র ধ্বনি। সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাক্ষী রইল শহরবাসী। দুই ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসা এক অন্যন্য নজির সৃষ্টি করলো

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : রথযাত্রা উপলক্ষে অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণের ময়দানেই ধ্বনিত হলো আজানের পবিত্র ধ্বনি। সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাক্ষী রইল শহরবাসী। দুই ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসা এক অন্যন্য নজির সৃষ্টি করলো। আজ ৭ই জুন শনিবার সারাবিশ্ব জুড়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে খুশির ঈদ। অন্যান্য প্রান্তের মতো ইস্পাতনগরী দুর্গাপুরেও পালিত হলো খুশির ঈদ।

ঈদের শুভেচ্ছা বিনিময় ইদ্দুজোহা ও রথযাত্রা কমিটির আয়োজকদের মধ্যে 

প্রতিবছরের ন্যায় এই বছরেও দুর্গাপুর আকবর রোড ময়দানে চলছে রথযাত্রার আগাম প্রস্তুতি। সেই প্রস্তুতিস্বরূপ আকবর রোড ময়দানে প্রভু শ্রী জগন্নাথের মাসী গুণ্ডিচা'র অস্থায়ী মন্দির নির্মাণের জোরদার প্রস্তুতি চলছে, দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই প্রস্তুতিপর্ব চলাকালীন শনিবার পবিত্র ইদ্দুজোহা উপলক্ষে আকবর রোড ময়দানে নামাজ পাঠের জন্য বাঁশের কাঠামোয় ট্রিপল টেনে প্যান্ডেল করে সুবন্দোবস্ত করে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। কাতারে কাতারে ইসলাম ধর্মাবলম্বীর মানুষ এদিন নামাজ পাঠ করতে ময়দানে আসেন। এরই পাশাপাশি নামাজে অংশগ্রহণকারী মানুষদের জন্য জল ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। নামাজ শেষে কোলাকুলি করে একে অপরকে খুশির ঈদের শুভেচ্ছা জানান ইদ্দুজোহা ও রথযাত্রা কমিটির আয়োজকেরা।

মানবতা সকল ধর্মের ঊর্দ্ধে 

 দুর্গাপুর ইসকনের প্রধান সেবায়েত ঔদার্য্য চন্দ্র দাস জানান, "গত তিন বছর ধরে সম্মিলিতভাবে আকবর ময়দানে খুশির ঈদ পালন করা হচ্ছে। এ বছর মেঘের অবস্থা দেখে অতিরিক্ত ট্রিপলের ব্যবস্থা করা হয় এবং নামাজ পাঠ করার জন্য মাটিতে সতরঞ্জি ও চাদর বিছিয়ে দেওয়া হয়। আসলে প্রভু শ্রী জগন্নাথ জাতি - ধর্ম - বর্ন নির্বিশেষে সকলের পিতা এবং প্রত্যেকেই শ্রী জগন্নাথের সন্তান। মানবতা সকল ধর্মের ঊর্দ্ধে। তাছাড়া রথযাত্রার সময় ইদ্দুজোহা কমিটির তরফ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সকলে মিলেমিশে চলার মাধ্যমেই মানবতার জয়গান।" 
পরিশেষে বলা চলে, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হিংসা, দ্বেষ ছড়াচ্ছে সেখানে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের এহেন পারস্পরিক বোঝাপড়া, প্রেম ও সম্প্রীতি মানবতা তথা মনুষত্বকে বজায় রেখেছে।

Advertisement