World Environment Day

নাগরিকদের পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপন কর্মসূচি দুর্গাপুর পুলিশ প্রশাসনের

জুন মাসের ৫ তারিখ সারাবিশ্ব জুড়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজ বৃক্ষরোপন কর্মসূচির দুর্গাপুর পুলিশ প্রশাসনের নাগরিকদের পরিবেশ সচেতনতা গড়ে তুলতে।

দুর্গাপুর : জুন মাসের ৫ তারিখ সারাবিশ্ব জুড়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব উষ্ণায়নের ফলে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা। আর অন্যদিকে ক্রমবর্ধমান কংক্রিটের জঙ্গলের জেরে দিনে দিনে লুপ্ত হচ্ছে বনজঙ্গল গাছপালা। আর গাছপালার সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ায় কুপ্রভাব পড়ছে প্রাকৃতিক পরিবেশের উপর। প্রকৃতি ক্রমেই তার ভারসাম্য হারাচ্ছে। আন্টার্টিকায় বরফ গলছে, মরুভূমিতে বন্যা হচ্ছে, কোথাও অতি বৃষ্টি তো কোথাও আবার অনাবৃষ্টি। প্রকৃতি যেন রুষ্ট হয়েছে। তাই প্রকৃতিকে বাঁচাতে এগিয়ে আসতে হবে মানবজাতিকে। আর প্রকৃতিকে বাঁচানোর একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ। সারাবিশ্বের ন্যায় ইস্পাত নগরী দুর্গাপুরেও উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

নাগরিকদের পরিবেশ রক্ষার বার্তা, বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয় পুলিশ প্রশাসনের 

 নাগরিকদের পরিবেশ রক্ষার বার্তা দিতে এদিন বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানা, নিউ টাউনশিপ থানা ও কোকওভেন থানার তরফ থেকে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয় এবং ১০০০ টি চারাগাছ বিতরণ করা হয়। এদিন দুর্গাপুর থানার তরফ থেকে এলাকার একটি ক্যারাটে ক্লাবের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১০০ টি চারাগাছ, নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে সাধারণ মানুষদের মধ্যে ১৫০ টি চারাগাছ এবং কোকওভেন থানার তরফ থেকে স্কুলের ক্ষুদে পড়ুয়াদের মধ্যে ১০০ টি চারাগাছ বিতরণ করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট থানার অধীনস্থ পুলিশ ফাঁড়ি থেকেও নাগরিকদের মধ্যে প্রচুর চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি সুবীর রায়, এসিপি সুমন জয়সওয়াল, সিআই রনবির বাগ,  দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে , কোক ওভেন থানার ওসি মহঃ মইনুল হক, নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা এলাকার বিভিন্ন ফাঁড়ি ইনচার্জ সহ দুর্গাপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা ।

পরিবেশপ্রেমী করে তুলতে  সাধারণ মানুষকে বার্তা 

 দুর্গাপুর ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "দুর্গাপুরের প্রতিটি থানাতেই সানন্দের সাথে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। শহরবাসীকে পরিবেশ সচেতন করতে এদিন চারাগাছ বিতরণ করা হয় এবং নিজের এলাকায় পরিবেশকে রক্ষা করতে পারলেই , তা আদতে বিশ্ব পরিবেশকেও প্রভাবিত করবে এই বার্তা দেওয়া হয়।" কোকওভেন থানার ওসি মহঃ মইনুল হক বলেন, "বৃক্ষচ্ছেদনের ফলে পরিবেশে দূষণ বিপুল মাত্রায় বেড়ে গেছে, যার ফলে প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হচ্ছে। ষড়ঋতুও প্রায় অবলুপ্তির পথে। সময়ে বৃষ্টি হয়না, বসন্তকালে কোকিল ডাকেনা, শরতের কাশফুলের দেখা মেলেনা, গ্রীষ্মকালে অসহনীয় গরমের জেরে জীবন দুর্বিসহ। তাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রভূত পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।" দুর্গাপুর নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা বলেন, "শুধুমাত্র গাছ লাগালেই হবেনা তার সুনির্দিষ্ট পরিচর্চা করাও আবশ্যক। এরই পাশাপাশি আগামী প্রজন্মকে গাছের উপকারিতা সম্পর্কে অবগত করার পাশাপাশি পরিবেশপ্রেমী করে তুলতে হবে।"

Advertisement