Rail
কাটোয়া-আহমদপুর রেল রুটে বিশেষ পরিদর্শনে ডি.আর.এম
কাটোয়া আহমদপুর রেল রুটে মঙ্গলবার সকালে আচমকা পরিদর্শনে এলেন পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের "ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার" (ডি.আর.এম) বিশাল কাপুর
শুভদীপ গুঁই; আহমদপুর : কাটোয়া আহমদপুর রেল রুটে মঙ্গলবার সকালে আচমকা পরিদর্শনে এলেন পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের "ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার" (ডি.আর.এম) বিশাল কাপুর। তিনি আসার খবর পেয়ে আহমদপুর রেলওয়ে স্টেশনে পুষ্প স্তবক নিয়ে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন, আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের সদস্যরা। ছিলেন আহমদপুর-কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা ও।
উল্লেখ্য, সোমবার হাওড়া ডিভিশনের "ডি.আর.এম" ও পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের অফিসে এক গুচ্ছ অভিযোগ নিয়ে গিয়ে সরাসরি হাজির হয়েছিলেন আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের সদস্যরা। সেখানে একাধিক অভিযোগ জানানোর পরেই ওই সংগঠনের সদস্যদের বলা হয়, অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট রুটে পরিদর্শনে যাবেন "ডি.আর.এম" তিনি সমস্ত কিছু ক্ষতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেবেন।
আর সেই অনুযায়ী এদিনই পরিদর্শনে এলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর। তিনি সরাসরি হাওড়া থেকে কাটোয়া স্টেশনে এসে পৌঁছান সেখান থেকে আহমদপুর স্টেশন গিয়ে সমস্ত কিছু ক্ষতিয়ে দেখার পর বিভিন্ন সংগঠনের সদস্য দের কাছ থেকে একাধিক দাবি শুনে দেখার পর ফের ওই রুট ধরে কাটোয়া হয়ে হাওড়া পৌঁছান।
সংগঠন গুলির মধ্যে ছিলেন সুবীর সেন, কাজল রায়, রাহুল মণ্ডল, মানবেন্দ্র রায়, আশরাফুল হক প্রমুখ। তাঁরা জানান, "ডিভিশনাল ম্যানেজার কে কাছে পেয়ে সংশ্লিষ্ট রুটে আরও দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি জানানোর পাশাপাশি সরাসরি শিয়ালদা ও হাওড়া পর্যন্ত ট্রেন বৃদ্ধির ও দাবি রাখা হয়।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর বলেন, দাবি গুলি শুনে দেখা হয়েছে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষ কে জানানো হবে।

Comments