West Bengal Assembly

বিধানসভায় মহেশতলা কান্ডের তদন্তভার NIA কে হস্তান্তরের ডাক: শুভেন্দুর

বৃহস্পতিবার সকালে বিধানসভা চত্বরে সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, অধিবেশন কক্ষের ভিতরে এবং বাইরে মহেশতলা ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হবেন। বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভা থেকে পদযাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন

সঞ্জনা সমাদ্দার: হিন্দুদের কেন্দ্রীয় ভাব হল একাত্মতা।  স্বামীজি বলেছেন," একত্বের আবিস্কার ব্যতীত বিজ্ঞান আর কিছুই নয়"। বর্তমানে হিন্দুদের একত্বের ভাবাবেগে বার বার আঘাত হানছে জেহাদীদের সংগঠনগুলি। মুর্শিদাবাদ ,মোথাবাড়ী পর কলকাতায়  মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর ঘটনা তা আরও স্পষ্ট করে দিয়েছে। সূত্রের খবর,
একটি শিব মন্দিরে পাশে হিন্দুদের পবিত্র তুলসী মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় বিস্তৃন এলাকা। পুলিশের সামনেই হিন্দুদের ঘরবাড়ি তে ভাঙচুর, তুলসী মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।  এমনকি মেরে রক্তাক্ত করা হয় স্থানীয় হিন্দুদের  একাংশকে। এইভাবেই পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চরম সীমায় পৌঁছে যায়। একই সাথে,রাজ্যে বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে বাদল অধিবেশন। 

বিধানসভার কক্ষের ভিতরে এবং বাইরে মহেশতলা ঘটনা নিয়ে প্রতিবাদ

আজ ১২ ই জুন বৃহস্পতিবার সকালে বিধানসভা চত্বরে সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, অধিবেশন কক্ষের ভিতরে এবং বাইরে মহেশতলা ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হবেন। বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভা থেকে পদযাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন।  হিন্দুদের পবিত্র তুলসী গাছ তুলে দেন রাজ্যপালের হাতে।  সঙ্গে মহামহিম রাজ্যপালের কাছে হিন্দুদের উপর ঘটে যাওয়া এই ঘটনার সম্পূর্ন বিবরণ সহ চার দফা দাবি তুলে ধরেন রাজ্যপালের কাছে  সেই দাবি গুলি হল-
১: ডায়মন্ড হারবার লোকসভা এলাকা সহ মেটিয়াবুরুজ ও অন্যান্য উপদ্রুত এলাকায় অবিলম্বে আধাসেনা মোতায়েন করা হোক।

২: মহেশতলা কান্ডে তদন্তভার রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে হস্তান্তর করা হোক।

৩: রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াঁ কে অবিলম্বে গ্রফতার করতে হবে, কারণ উনি সরাসরি শাসক দল তৃণমূলের সাথে যুক্ত। সেই সাথে যারা এই হামলা ও ভাঙচুরের সাথে যুক্ত তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। 

বিধানসভায় বিক্ষোভ শুভেন্দুর

বিজেপি বিধায়কেরা মুর্শিদাবাদের গোলমাল এবং মহেশতলার ঘটনা নিয়ে মুলতুবি প্রস্তাব আনে।  স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। তাই দু’টি প্রস্তাবই খারিজ করে দেন স্পিকার। প্রতিবাদে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। 

বিজেপির অধিবেশনকক্ষ ত্যাগ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পাঠ হয়। সম্প্রতি, যার প্রেক্ষিতে শুরু হয় স্লোগান এবং অব্যবহিত পরে অধিবেশনকক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়কের একাংশ।  ফলে, দিনের সময়ের সাথে পরিস্থিতি আরও উত্তাল হতে থাকে। 
অর্থাৎ, বিজেপি পরিষদীয় দলের দাবি, সব অভিযোগ শুনে রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন । দিল্লিতে মহেশতলাকান্ড সহ রাজ্যের সমস্ত রিপোর্ট পাঠাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি।

Advertisement