অনুব্রত মন্ডল

মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে হতেই পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষী

পুলিশ সূত্রে জানা গেছে, ফের তাঁকে ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ (Y+ with escort) পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে।

শুভদীপ গুঁই; বোলপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের বীরভূম জেলা সফর শেষ হতেই পুনরায় বাড়ানো হলো অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। 

পুলিশ সূত্রে জানা গেছে, ফের তাঁকে ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ (Y+ with escort) পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ, আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা পুনরায় বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাঁর নিরাপত্তা রক্ষী কমিয়ে দেওয়া হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। 

তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাত থেকেই নতুন করে আগের অনুব্রত'র নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা শুরু হয় বুধবার তা কার্যকরে বিকেলে অনুব্রত মণ্ডলের বাড়িতে এসে উপস্থিত হয় Y+ ক্যাটাগরি'র নিরাপত্তা রক্ষী। 

পুলিশের একাংশের মতে, প্রশাসনিক স্তরে পুনর্মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement