নবান্ন অভিযান
নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী
অভয়ার উপর বর্বরোচিত নৃশংস নারকীয় ঘটনার একবছর ন্যায় বিচারের দাবিতে অভয়ার বাবা-মা ডাকে নবান্ন অভিযান সামিল হয়েছে হাজার হাজার জনতা

কোলকাতা, ৯ ই আগস্ট : অভয়ার বিচার চাই, We Want Justice এই শ্লোগান আকাশে বাতাসে আজ মুখরিত। অভয়ার উপর বর্বরোচিত নৃশংস নারকীয় ঘটনার একবছর। আজ পথে নেমেছে জনগণ অভয়ার বাবা-মা ডাকে নবান্ন অভিযানে। অভয়া কান্ডের পর ও পশ্চিমবঙ্গে ঘটে চলছে নারীদের উপর অত্যাচার কসবা কান্ড তার জ্বলন্ত উদাহরণ। নারী সুরক্ষা সুনিশ্চিত করতে জনগন আজ পথে নেমেছে। অভয়া বিচার চেয়ে নবান্ন অভিযান সামিল হয়েছে হাজার হাজার মানুষ।
অভয়ার বাবা-মা ডাকে নবান্ন অভিযানে সামিল হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। পার্কস্ট্রিটে নবান্ন অভিযান শুভেন্দু অধিকারী মহাশয় কে পুলিশের বাধা দেওয়ায় সেখানেই বসে বিক্ষোভ দেখায় বিরোধী দলনেতা, অগ্নিমিত্রা পাল রা। পুলিশের সাথে জনগণের ধুন্ধুমার পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা । ডোরিনা ক্রসিং তে ব্যাপক উত্তেজনা জনগন ও পুলিশের মধ্যে। অভিযোগ ওঠে অভয়ার মায়ের আঘাত লেগেছে। রাণী রাসমণি রোডে পুলিশের বিশাল ব্যারিকেড, বিশাল পুলিশ বাহিনী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল আটকে দিলে সেই মিছিল জহরলাল নেহেরু রোড ধরে এগিয়ে চলে। নবান্ন অভিযান মুখে সমস্ত রাস্তা ই প্রায় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এমনকি রাস্তা খুঁড়ে লোহার রড বসানো হয়েছে যাতে করে আন্দোলনকারী রা যেতে না পারে।
অপর দিকে নবান্ন অভিযানে হাওড়ার সাঁতরাগাছি তে ধুন্ধুমার পরিস্থিতি। বড় বড় লোহার ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা আন্দোলনকারী দের এবং লোহার ব্যরিকেডের তালাও ভাঙতে দেখা যায়।আন্দোলনকারীরা লোহার ব্যারিকেডের উপর উঠে পড়ে অভয়ার বিচারের দাবি করে শ্লোগান দিতে থাকে । পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী সদা প্রস্তুত রয়েছে। ড্রোনের মাধ্যমে নজর রাখছে পুলিশ, RAF এবং মহিলা RAF এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে। হাওড়া ব্রীজে বাসচলাচল বন্ধ রাখা হয়। হেঁটে সাধারণ মানুষকে হাওড়া ব্রীজ পার হতে অসুবিধার সম্মুখীন হতে হয়। হাওড়া সিটি পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য যাতে ব্যারিকেড না ভাঙে। আজ নবান্ন অভিযান ধুন্ধুমার পরিস্থিতি এবং রণক্ষেত্র চেহারা নেয় হাওড়া এবং কলকাতার একাংশ জায়গা।

Comments