ত্রিপুরা

শারদোৎসবকে সামনে রেখে মদ ও মাদকবিরোধী অভিযানে এগিয়ে খোয়াই জেলা পুলিশ

শারদোৎসবকে সামনে রেখে মদ ও মাদকবিরোধী অভিযানে ত্রিপুরার খোয়াই জেলা পুলিশ

 

 যশপাল সিং, ত্রিপুরা : শারদোৎসবের আনন্দ ও জনসমাগম মাথায় রেখে খোয়াই জেলা পুলিশ মদ ও মাদকবিরোধী অভিযানে গত কয়েক দিনে সক্রিয় ভূমিকা নিয়েছে। জেলা পুলিশের জেলা সদর ও বিভিন্ন থানার যৌথ অভিযানে অবৈধ মদ ও বিদেশি মদ, ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি বেশ কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

খোয়াই থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে অফিসটিলা এলাকায় অভিযান চালিয়ে বাপি দে (পিতা মৃত গোপাল চন্দ্র দে) নামের এক ব্যক্তির কাছ থেকে ১৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আবিষ্কৃত মদ ওই এলাকায় গোপনে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। একই সময়ে পাইজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হরিলাল দেববর্মা (পিতা মৃত সোনামণি দেববর্মা) নামের এক ব্যক্তির কাছ থেকে ২৬ লিটার দেশি মদ বাজেয়াপ্ত করা হয়।

কল্যাণপুর থানার বিশেষ অভিযানে বিদেশি মদ (foreign liquor) উদ্ধার করা হয়। এজন্য অভিযুক্তকে ত্রিপুরা এক্সসাইজ আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি খোয়াই মহিলা থানা ও বাইজালবাড়ি থানার যৌথ অভিযানে প্রচুর পরিমাণে বিয়ার ক্যান বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্ট অভিযুক্তদের আটক করা হয়।

প্রতিক্রিয়ায় খোয়াই জেলা পুলিশ জানায়, শারদোৎসবের আগে মদ ও মাদক প্রবাহ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি থানা এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। অভিযান দ্রুত ও গোপনিপূর্ণ রূপে চালানো হচ্ছে যাতে অবৈধ ব্যবসায়িক নেটওয়ার্কের কার্যক্রম ভেস্তে দেওয়া যায়।

এই উদ্যোগ শুধুমাত্র আইন প্রয়োগ পর্যন্ত সীমাবদ্ধ নয়; জেলা পুলিশ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির প্রয়াসও চালাচ্ছে। স্কুল-কলেজ, সামাজিক সংগঠন ও জনমানুষের সঙ্গে প্রয়াস কর্মসূচীর মাধ্যমে জনসম্পর্ক তৈরি করছে পুলিশ—তাতে মাদকাসক্তি ও মদের অপব্যবহার সম্পর্কে জনজাগরণ বাড়বে বলে অভিমত পুলিশ আধিকারিকের।

তথ্যসূত্র অনুযায়ী, ত্রিপুরা রাজ্যে পুলিশ মাদকদ্রব্য বিরোধী অভিযানে ইতিমধ্যে বড় সাফল্য এনে দিয়েছে। ইতিমধ্যে খোয়াই জেলার ৪১ মাইল এলাকায় ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য কোটি টাকার কাছাকাছি। এছাড়া রাজ্যজুড়ে মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের পদক্ষেপ সময়ের সঙ্গে বাড়ছে। 

শারদোৎসবের আগমনকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বলেছে, তারা বিশেষ টহলদারি, নাকা চেকপয়েন্ট ও সন্দেহভাজন চলাচল মনিটর করবে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে সন্দেহভাজন কার্যকলাপ দেখে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই ধারাবাহিক অভিযানের মাধ্যমে খোয়াই জেলা পুলিশ চায়, শারদোৎসবের উৎসবঘোন পরিবেশে কেউ মদ ও মাদকদ্রব্যের লালসায় পড়ে না। আইন, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মেলবন্ধন ঘটিয়ে তারা দৃঢ়ভাবে মদ-নাশক ও মাদকবিরোধী যুদ্ধে ত্রিপুরা রাজ্যে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement