ত্রিপুরা
খোয়াই জেলার কল্যাণপুরে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দিল সরকার — সমাজকল্যাণে গতি আনতে উদ্যোগ
অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে সরকারিভাবে স্মার্টফোন তুলে দেওয়া হয়
যশপাল সিং, ত্রিপুরা : সমাজের সার্বিক প্রয়োজনে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা অপরিসীম। নবজাতক থেকে শুরু করে সন্তান সম্ভবা মা, কিশোরী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুরক্ষা, পুষ্টি ও উন্নয়নে তাঁরা সামনের সারির কর্মী হিসেবে কাজ করে থাকেন। এই কর্মীদের হাতেই সমাজকল্যাণমূলক বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়। এমন প্রেক্ষাপটে আজ কল্যাণপুরে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে আইসিডিএস প্রকল্পের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে সরকারিভাবে স্মার্টফোন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী বলেন, “অঙ্গনওয়াড়ি কর্মীরা সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের কাজ আরও দ্রুত ও কার্যকরীভাবে সম্পন্ন করতে স্মার্টফোন গুরুত্বপূর্ণ সহায়ক হবে।” তিনি আশা প্রকাশ করেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা বরাবরের মতোই আগামী দিনেও সমাজের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।
আজকের কর্মসূচিতে স্থানীয় গ্রামের উপপ্রধান অসীম দেবরায়, বিশিষ্ট সমাজসেবক নিতাই বল, পূর্ণেন্দু ভট্টাচার্য সহ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মতে, স্মার্টফোন হাতে পাওয়ার ফলে প্রকল্পভিত্তিক তথ্য সংরক্ষণ, প্রতিবেদন জমা দেওয়া এবং সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

Comments