Tree plantation

বনমন্ত্রী অনিমেষ দেববর্মার নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান এবং 'প্রজেক্ট পরিবেশ'-এর উদ্বোধন, পরিবেশ সংরক্ষণ ও আর্থ-সামাজিক উন্নয়নের অঙ্গীকার

বায়ো ভিলেজ ২.০' প্রকল্পের প্রতিরূপ 'প্রজেক্ট পরিবেশ'-এরও শুভ উদ্বোধন

যশপাল সিং, ত্রিপুরা : আজ খোয়াই ফরেস্ট ডিস্ট্রিক্টের উদ্যোগে পূর্ব তকছায়াবাড়ি ভি.সি. গ্রাউন্ডে (তুলশিখর) আয়োজিত 'সেবা পর্ব' - দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ দেখা যায়। এই মহতী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। তার সাথে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়িকা কল্যাণী রায়, খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ এবং খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। প্রধান অতিথি বিধায়িকা কল্যাণী রায় প্রকৃতির সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন। খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ সংরক্ষণ এবং জনসেবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। এই উদ্যোগ একটি সবুজ, স্বাস্থ্যকর এবং টেকসই ভবিষ্যতের প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করছে।

অন্যদিকে, বুধবার খোয়াই মহকুমার তুলশিখর ব্লকের অধীনে বেহালাবাড়ি গ্রামে 'বায়ো ভিলেজ ২.০' প্রকল্পের প্রতিরূপ 'প্রজেক্ট পরিবেশ'-এরও শুভ উদ্বোধন হয়েছে। জৈবপ্রযুক্তি দপ্তর এবং 'আশ্রয়' ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও আর্থিক সহায়তায় বেহালাবাড়ি গ্রামকে একটি 'জৈব গ্রাম' হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল বেহালাবাড়ি কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন 'আশ্রয়' ফাউন্ডেশনের পরিচালক নলিনী কুমার জেনিল ধারণী, এইচএসবিসি ব্যাংকের সিএসআর ইনচার্জ, এবং জৈবপ্রযুক্তি দপ্তরের যুগ্ম পরিচালক ও 'বায়ো ভিলেজ' প্রকল্পের পথিকৃৎ অঞ্জন সেনগুপ্ত। উদ্বোধনী বক্তব্যে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বেহালাবাড়ি গ্রামকে 'জৈব গ্রাম' হিসেবে অবহিত করার জন্য জৈবপ্রযুক্তি দপ্তর এবং 'আশ্রয়' ফাউন্ডেশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, এই প্রকল্পের আওতায় গ্রামের মোট ৫৬ জন বাসিন্দাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবিধাভোগীদের ৩-৫টি পণ্য চাষ এবং উৎপাদনে সহায়তা করা হবে। মন্ত্রী অনিমেষ দেববর্মা আশা প্রকাশ করেন যে, সঠিক বাস্তবায়নের মাধ্যমে বেহালাবাড়িতে 'বায়ো ভিলেজ' প্রকল্পটি ব্যাপক সাফল্য অর্জন করবে এবং রাজ্যের অন্যান্য এলাকায়ও পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের পথ খুলে দেবে।

Advertisement