‘The Bengal Files’

"কলকাতায় বাধা ‘The Bengal Files’ ট্রেলার লঞ্চ, রাজনৈতিক চাপের অভিযোগে উত্তাল অগ্নিহোত্রী"

‘The Bengal Files’ ঘিরে বিতর্ক, কলকাতায় ট্রেলার লঞ্চে বাধা নিয়ে উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিবেদন: বিতর্ক ঘিরে উত্তাল হল কলকাতা। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী-র নতুন ছবি ‘The Bengal Files’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নিয়ে দেখা দিল নাটকীয় পরিস্থিতি। নির্ধারিত সময়ে দুইবার ট্রেলার লঞ্চ ইভেন্ট আয়োজনের চেষ্টা হলেও, শেষমেশ তা বাতিল হয়ে যায়। এর পিছনে রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন পরিচালক স্বয়ং।শুক্রবার কলকাতার এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকেরা অনুষ্ঠান স্থগিত করেন। পরে শনিবার দুপুরে পাঁচতারা হোটেলে নতুন করে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন পরিচালক। শনিবার দুপুরে শহরের এক পাঁচতারা হোটেলে নতুন করে ট্রেলার লঞ্চের ব্যবস্থা করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে হঠাৎই বিদ্যুৎ সংযোগে সমস্যা, তার কেটে যাওয়া এবং টেকনিক্যাল ত্রুটির মতো ঘটনা ঘটে।

অগ্নিহোত্রী অভিযোগ করেন, এগুলি কোনও কাকতালীয় ব্যাপার নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপ।কিন্তু সেখানেও হঠাৎ করে তার কেটে দেওয়া, টেকনিক্যাল সমস্যার মতো ঘটনার জেরে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। বিবেক অগ্নিহোত্রী সরাসরি অভিযোগ করেছেন, “এটি নিছক দুর্ঘটনা নয়। স্পষ্ট রাজনৈতিক চাপে আমার ছবির প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে যেন এক স্বৈরাচারী শাসন চলছে।” তিনি এই ঘটনাকে ‘ডিক্টেটরশিপ’ এবং ‘ফ্যাসিজম’-এর সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে,তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা প্রতিক্রিয়ায় এক সংবাদ মাধ্যমকে জানান, বাংলাকে কালিমালিপ্ত করা যাবে না | তিনি আসলে বাংলাকে অপমান করার জন্যই এই সিনেমা বানাচ্ছেন। এর মধ্যে সাংঘাতিক রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এরই মধ্যে,যদিও বিতর্ক ও অনুষ্ঠানে বাধা সত্ত্বেও, ‘The Bengal Files’ বন্ধ হয়ে যায়নি। ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে আগের মতোই। ট্রেলার ইভেন্ট নিয়ে বাধা-বিঘ্ন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে।সূত্রের খবর, নির্ধারিত সময়ে ‘The Bengal Files’ সিনেমা মুক্তি পাবে। আপাতত শুধুমাত্র কলকাতার ট্রেলার লঞ্চ ইভেন্টে বাধা আসায় চর্চা বেড়েছে।

Advertisement