ভোটার তালিকা
বিহারে ভোটার তালিকা প্রকাশ ঘিরে তোলপাড়, সংসদে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
বিহারের ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে সংসদ ভবনের অন্দরেও

সৌরভ চক্রবর্তী, ১ আগস্ট ২০২৫ : বিহারে বিধানসভা নির্বাচনের আগে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার দুপুর ৩টে নাগাদ কমিশনের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হলেও তার আগেই রাজ্য-রাজনীতিতে ও সংসদে শুরু হয়েছে বিতর্কের ঝড়। বিরোধীদের একাংশ এই তালিকাকে 'নজিরবিহীন' ও 'স্বচ্ছতা-বিরোধী' আখ্যা দিয়ে লোকসভায় বিস্তারিত আলোচনার দাবি তুলেছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ বিহারের ৩৮টি জেলার জেলা শাসকদের মাধ্যমে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির কাছে তালিকার কপি তুলে দেওয়া হয়েছে। খসড়া তালিকায় রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্র এবং ৯০,৮১৭টি বুথের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এই প্রকাশনার কিছুক্ষণের মধ্যেই বিরোধী শিবিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লোকসভায় বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। তাঁদের অভিযোগ, ভোটার তালিকায় পক্ষপাতিত্বের সম্ভাবনা রয়েছে এবং এই সংশোধনকে ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।
বিরোধী জোটের একাধিক দল — কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), সমাজবাদী পার্টি, ডিএমকে, এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী), শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আরএসপি — যৌথভাবে লোকসভার স্পিকারকে চিঠি পাঠিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করে সংসদে এই বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, "বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকা সংশোধনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"
তালিকায় কী ধরনের পরিবর্তন হয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিত ব্যাখ্যা আসেনি কমিশনের তরফে। তবে বিরোধীরা আশঙ্কা করছে, এতে বহু প্রকৃত ভোটার বাদ পড়েছেন কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অন্তর্ভুক্তি ঘটেছে।
সরকারি পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, "ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, এতে সরকারের কোনও ভূমিকা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করছে।"
তবে বিরোধীরা এই যুক্তিকে মানতে নারাজ। তাঁদের মতে, দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করতে হলে ভোটার তালিকার স্বচ্ছতা ও নিরপেক্ষতা একান্ত প্রয়োজন, আর সেজন্যই সংসদে এ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হওয়া উচিত।
বিহারের ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই— এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে সংসদ ভবনের অন্দরেও। নির্বাচন যত এগোবে, এই ইস্যু আরও কতটা রাজনৈতিক উত্তাপ ছড়ায়, সেদিকে তাকিয়ে দেশবাসী।

Comments