Drug trafficking
আগরতলা জিআরপি থানার পুলিশের জালে কুখ্যাত মহিলা মাদক পাচারকারী ঝুমা দেববর্মা এবং কুখ্যাত মানব পাচারকারী কমল দাস!
বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫টি প্যাকেটে মোড়ানো অবস্থায় একটি ট্রলি ব্যাগ থেকে অবৈধ ২১ কেজি ৬০৫ গ্রাম শুকনো গাঁজা

ত্রিপুরা, বিক্রম কর্মকার । ১৫ ই জুলাই ২০২৫। ত্রিপুরায় কিছুতেই বন্ধ হচ্ছে না নেশা পাচারকারী এবং মানব পাচারকারীদের উপদ্রব। আবারো আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আর পি এফ মিলে একজন কুখ্যাত মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, এবং তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫টি প্যাকেটে মোড়ানো অবস্থায় একটি ট্রলি ব্যাগ থেকে অবৈধ ২১ কেজি ৬০৫ গ্রাম শুকনো গাঁজা।
জিআরপি এবং রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা মাদক পাচারকারী স্বীকার করেছে এই অবৈধ শুকনো গাঁজাগুলো সে ট্রেনে করে অসমের করিমগঞ্জে নিয়ে সেখান থেকে পাঞ্জাবে প্রচার করা হবে। আগরতলা জিআরপি থানাতে ধৃত মহিলা নেশা পাচারকারীর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে অপারেশন করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। তিনি আরো জানিয়েছেন, এই মাদক পাচার মামলাতে আরো অনেক মাদক পাচারকারী গ্রেফতার হতে পারে। এই অবৈধ গাঁজা গুলির পাঞ্জাবে প্রায় ৩৫০০০ টাকা কেজি মূল্যে বিক্রি হয় বলে ধৃত মহিলা নেশার পাচারকারী জিআরপি এবং রেল পুলিশের কাছে জানিয়েছে। অবৈধ গাঁজা গুলির সর্বমোট কালোবাজারি মূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
ধৃত কুখ্যাত মহিলা মাদক পাচারকারীর নাম- ঝুমা দেববর্মা (২৬) বাড়ি- ত্রিপুরা গোমতী জেলা বিশ্রাম পাড়া, টিসামা, তৈদু। সেই সাথে আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ জওয়ান এবং বামুটিয়া ফাঁড়ি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা লেফুঙ্গা বুগজুর এলাকা থেকে মানব পাচার মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কমল দাস, বয়স ৪৩ নামে এক কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং আজ তাকে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। ধৃত কুখ্যাত মানব পাচারকারীকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর ওই এলাকা থেকে আরো অনেক কুখ্যাত মানব পাচারকারী গ্রেফতার হতে পারে বলে জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস জানিয়েছেন।

Comments