Drug trafficking
১০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার কুখ্যাত নেশা পাচারকারী
ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর থানার পুলিশের স্পেশাল তল্লাশিতে একটি ৬ চাকা লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট।

ত্রিপুরা, বিক্রম কর্মকার। ১৯ শে জুলাই ২০২৫। ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর থানার পুলিশের স্পেশাল তল্লাশিতে একটি ৬ চাকা লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট। সাথে গ্রেফতার করা হয়েছে এক কুখ্যাত নেশা পাচারকারীকে। পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, পানিসাগর থানা এলাকার পউতাখালী ট্রাফিক নাকা পয়েন্টে বিভিন্ন যানবাহনে স্পেশাল তল্লাশি অভিযান চলছিল, সেই সময় শনিবার দুপুর ১২টা নাগাদ গৌহাটি থেকে একটি ডিম বোঝাই NL01AE 8996 নম্বরের ছয় চাকার একটি লরি আসা মাত্রই লরিটিতে তল্লাশি চলাকালীন পুলিশের সন্দেহ হয় লরিটিতে অবৈধ কোন জিনিস রয়েছে। খবর দেওয়া হয় পানিসাগর থানায় এবং পানিসাগর মহকুমা শাসক অফিসে।
পরবর্তী সময়ে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অধিকারিক সৌম্য দেববর্মার উপস্থিতিতে লরিটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে এক প্যাকেটে প্রায় ১০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করা হয় । পানিসাগর থানায় অভিযুক্ত নেশা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে এই নেশা পাচারে যুক্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করার জন্য তদন্ত চালাচ্ছে পানিসাগর থানার পুলিশ। আটককৃত কুখ্যাত নেশা পাচারকারীর নাম মিলন সিনহা, বাড়ি - ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাটে।

Comments