৭৯তম স্বাধীনতা দিবস
শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনে খোয়াইয়ে পালিত ৭৯তম স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা
সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য আয়োজন এবং দেশাত্মবোধের আবহে খোয়াই জেলা জুড়ে পালিত হলো দেশের ৭৯তম স্বাধীনতা দিবস
যশপাল সিং, খোয়াই : সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য আয়োজন এবং দেশাত্মবোধের আবহে খোয়াই জেলা জুড়ে পালিত হলো দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। প্রভাত ফেরি থেকে শুরু করে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান—ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং প্রশাসনিক আধিকারিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছিল।
জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খোয়াই এয়ারফিল্ড গ্রাউন্ডে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস সহ আধিকারিকগণ। মন্ত্রী তাঁর ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামী ও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন ভারত গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এরপরই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় ভোর পাঁচটায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রভাত ফেরির মাধ্যমে। খোয়াই পুর এলাকায় আয়োজিত এই প্রভাত ফেরিতে দেশাত্মবোধক স্লোগান ও গানে মুখরিত হয়ে ওঠে ভোরের আকাশ, যা দিনটির উদযাপনে এক পবিত্র সূচনা করে। জেলার মূল অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়।
খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পুলিশ সুপার। অন্যদিকে, খোয়াই পুর পরিষদ কার্যালয়ে পতাকা উত্তোলন করেন মাননীয় চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। এই অনুষ্ঠানে ভাইস-চেয়ারপার্সন, কাউন্সিলরগণ, পুরকর্মী এবং পুর নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চেয়ারপার্সন তাঁর বক্তব্যে জাতীয় পতাকার তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সকলকে দেশের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান। সব মিলিয়ে, খোয়াই মহকুমা জুড়ে এক আনন্দঘন ও দেশাত্মবোধক পরিমণ্ডলে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

Comments