সাংবাদিকের উপর আক্রমণ
ত্রিপুরায় আবারও নেশাগ্রস্ত দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার সাংবাদিক! ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা
নেশাগ্রস্থ দুষ্কৃতিকারীরা সাংবাদিক মানিক সাহার উপর আক্রমণ চালায়, এবং সাংবাদিককে ধাক্কা দিয়ে তার মোবাইল ফোনটি মাটিতে ফেলে দেয়। পুলিশ কর্মীদের সামনে সাংবাদিকের উপর এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হলে ও পুলিশ ছিল নিরব দর্শকের ভূমিকায়।
ত্রিপুরা,বিক্রম কর্মকার। ১৯ শে জুলাই ২০২৫। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা বন্ধ নেই। এবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর টেপানিয়া হাসপাতালের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নেশাগ্রস্ত যুবকদের হাতে আক্রমণের শিকার হয়েছে সাংবাদিক মানিক সাহা।
শুক্রবার রাতে গোমতী জেলা কাঁকড়াবন থানাধীন রাজধনগরে বাইক এবং অটো গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছিলেন। তখন আহতদের অ্যাম্বুলেন্স করে উদয়পুর টেপানিয়া হাসপাতালে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স গাড়িটি বিলম্ব করায় হাসপাতালের বাইরে কিছু নেশাগ্রস্ত যুবকরা অ্যাম্বুলেন্স গাড়িটিকে হাসপাতালের ভেতর প্রবেশ করতে বাঁধাদান করে। ঠিক সেই সময় সাংবাদিক মানিক সাহা ঘটনাস্থলে ছুটে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সেই সব নেশাগ্রস্থ দুষ্কৃতিকারীরা সাংবাদিক মানিক সাহার উপর আক্রমণ চালায়, এবং সাংবাদিককে ধাক্কা দিয়ে তার মোবাইল ফোনটি মাটিতে ফেলে দেয়। পুলিশ কর্মীদের সামনে সাংবাদিকের উপর এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হলে ও পুলিশ ছিল নিরব দর্শকের ভূমিকায়।
এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন। অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি প্রদানের জন্য শনিবার গোমতী জেলার পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নিকট এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করেন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিক্রম কর্মকার, সাধারণ সম্পাদক মিঠুন আচার্যী, ইন্দ্রজিৎ সরকার, দীপ্তনু সেন সহ অন্যান্যরা।

Comments