Smuggler Arrested
নেশা পাচারকারী গ্রেফতার
ত্রিপুরা পুলিশের হাতে ব্রাউন সুগার পাচারকারী গ্রেফতার
ত্রিপুরা,বিক্রম কর্মকার : ত্রিপুরা পুলিশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় এবং গোমতী জেলা বীরগঞ্জ থানার যৌথ অভিযানে অমরপুর-উদয়পুর সড়ক দিয়ে TR03N8747 নম্বরের একটি মোটর বাইকে করে নেশা পাচারকারী নেশা সামগ্রী নিয়ে আসার সময় পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কর্মীরা বাইকটিকে আটক করে তল্লাশি চালালে বাইক আরোহীর কাছে দুটি নেশার ব্রাউম সুগারের প্যাকেট পাওয়া যায়। ব্রাউন সুগারগুলির ওজন ২০ গ্রামের অধিক হবে বলে জানান পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় আরো জানান, বাইকে দুইজন ছিল একজন পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনকে আটক করতে সক্ষম হয় বীরগঞ্জ থানার পুলিশ। পালিয়ে যাওয়া নেশা পাচারকারীকে গ্রেফতার করার জন্য তল্লাশিতে নেমেছে বীরগঞ্জ থানার পুলিশ। আটককৃত কুখ্যাত নেশা পাচারকারীর নাম, জব্বর আলী, বাড়ি - গোমতী জেলা উদয়পুর বড়টিলা এলাকায়।

Comments