ভুয়ো থানা
নয়ডায় ভুয়ো থানা তৈরির কারিগর বিভাস অধিকারী, প্রাইমারি নিয়োগ দূর্নীতি তে নাম জড়ানো নলহাটীর তৃণমূল এর প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী নতুন কীর্তি ভূয়ো থানা তৈরি!
রকেট গতিতে উত্থান। তৃনমুল এর প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী ভুয়ো থানা তৈরি করে জালিয়াতির অভিযোগে গ্রেফতার

বীরভূম :ভুয়ো থানা তৈরি করে মানুষ কে প্রতারণা। সিনেমার গল্প কে হা মানাবে তৃনমুলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী কান্ডকারখানা দেখে। বিভাস অধিকারী "ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো" নামে এক ভুয়ো আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার অফিস খুলে প্রতারণা চক্র, জালিয়াতি চালাতো এমনটা অভিযোগ দিল্লি পুলিশের। মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদের নাম করে টাকা তুলতো বিভাসের ভুয়ো থানা! বিভাস অধিকারী এবং তাঁর পুত্র এছাড়াও ৪ জন মোট ৬ জন কে দিল্লি থেকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর থানার পুলিশ। ধৃতরা হলেন পশ্চিমবঙ্গের তৃনমুল এর প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী, তাঁর পুত্র অর্ঘ অধিকারী (আইনের ছাত্র), পিন্টু পাল, সমাপদ মাল, বাবুলচন্দ্র মন্ডল, আশিস কুমার সকলেই পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা। তদন্তে ধৃতদের কাছ থেকে ৪২ হাজার ৩০০ টাকা নগদ উদ্ধার, একাধিক এটিএম কার্ড লেটারহেড ৩ টিভিজিটিং কার্ড, শংসাপত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের ৯ টি আইডি কার্ড, ১৬ টি রাবার স্ট্যাম্প, একটি স্যাম্প প্যাড, তিনটি মোবাইল ফোন, তিনটি পৃথক ব্যাঙ্কের চেকবই এছাড়া প্রচুর পরিমাণে নকল নথি, জাল কাগজপত্র পাওয়া গেছে। মামলা রুজু করেছে পুলিশ।
পশ্চিমবঙ্গে বীরভূমের নলহাটী -২ নং ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের বাসিন্দা বিভাস অধিকারী। অল্পদিনের মধ্যে ই বিশাল সম্পদের অধিকারী। গ্রামের মানুষের কাছে এক বিষ্ময়। বিভাস অধিকারী ৩ টি বিএড কলেজ এবং ৩টি ডিএলএড কলেজের মালিক, এছাড়াও ১ টি ফার্মাসি কলেজ রয়েছে। রয়েছে আশ্রম, অসংখ্য জমির মালিক, প্রাসাদসম বাড়ি, কোটি টাকার মন্দির। বিভাস অধিকারী এত টাকা করেছে তা কৃষ্ণপুরে মানুষের কাছে মুখে মুখে ঘোর সেই গল্প। এযেন রূপকথার রাজকুমার।
একসময় প্রাইমারি ২০১৪ সালের নিয়োগ দূর্নীতি নাম জড়ায় এই বিভাস অধিকারী। এক সময় বিভাস অধিকারী বীরভূমের নলহাটীর তৃনমুল এর ব্লকসভাপতি ছিলেন। আবারও বিভাস অধিকারী বিএড কলেজ এবং ডিএল এড কলেজ সংগঠনে সভাপতি ছিলেন। প্রাইমারি নিয়োগ দূর্নীতি মামলায় কুন্তল ঘোষ ধরা পড়ার পর বিভাস অধিকারী নাম উঠে আসে। তদন্তকারীরা জানায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিভাসের। ইডির তল্লাশি অভিযান ও চালায় বিভাস অধিকারী বাড়িতে এবং কলকাতার অফিসে। সেই সময় TV9 বাংলার সাংবাদিক খবর সংগ্রহ করতে গেলে বিভাসের ছেলের দ্বারা আক্রান্ত হতে হয়।বর্তমানে "সর্বভারতীয় আর্য মহাসভা" নামে নতুন দল ও গঠন করেছে বিভাস অধিকারী। শোনা যায়, ধর্মসাধনা করতেন বিভাস অধিকারী তাঁর আশ্রমে। এহেন বিভাস অধিকারীর নতুন কীর্তি দিল্লির নয়ডায় ভূয়ো থানা তৈরি! রকেট গতিতে যার উত্থান ভূয়ো থানা তৈরি কারিগর তো হবে, এপ্রশ্ন সাধারণ মানুষের। প্রশ্ন উঠছে কিভাবে দিনের পর দিন পুলিশের নাকের ডগায় দিল্লিতে ভুয়ো থানা তৈরি করে জালিয়াতি করতো, এসবের পিছনে প্রভাবশালীদের কি কোন হাত রয়েছে? কোন জাদু বলে বিভাস অধিকারী আস্ত একটা ভুয়ো থানা গড়লো?

Comments