West Bengal

শান্তিপুরের যৌনপল্লী থেকে বিদেশি নাবালিকা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে - আন্তর্জাতিক নারী পাচার চক্রের জাল কি এবার ছড়িয়ে পড়েছে বাংলাতেও?

শান্তিপুরের যৌনপল্লী থেকে বিদেশি নাবালিকাকে উদ্ধার করার ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্র জড়িত আছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

নদীয়া জেলার শান্তিপুর পুরোসভার ১৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে একটি যৌনপল্লী রয়েছে, যে যৌনপল্লীকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ থাকলেও কোনভাবেই এই যৌনপল্লীটি কে তুলে দেওয়া সম্ভব হয়নি। আর সেই যৌনপল্লীকে ঘিরেই আবারও একবার অভিযোগ উঠল।

শান্তিপুরের যৌনপল্লিতে বিদেশি নাবালিকা! 

শান্তিপুরের যৌনপল্লীতে একজন বিদেশী নাবালিকাকে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ উঠল। আর সেই অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ওই যৌনপল্লীতে অভিযান চালায় এবং একটি বাড়ির ভেতর থেকে এক বিদেশি নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ওই বিদেশী নাবালিকা কিভাবে এই যৌনপল্লীতে এল? - সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক নারী পাচার চক্রের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় কি জড়িত আন্তর্জাতিক নারী পাচার চক্র?

পুলিশ, গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুরের যৌনপল্লীতে অভিযান চালায় এবং সেখান থেকে এক বিদেশি নাবালিকাকে উদ্ধার করে। গত মঙ্গলবার সন্ধ্যা বেলায় নদীয়ার শান্তিপুরের যৌনপল্লীতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায়, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশি ওই নাবালিকাকে শান্তিপুরের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল আর সেই কারণেই সেই বাড়ির মালিকের বিরুদ্ধেও শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্র জড়িত আছে কিনা তা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন।

যৌনপল্লীতে পুলিশি অভিযান ও নাবালিকাকে উদ্ধার

নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বেশ কয়েক বছর ধরে এই যৌনপল্লীটি রয়েছে। এই যৌনপল্লীকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ থাকলেও এই যৌনপল্লীটিকে কোনভাবেই উঠিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে মঙ্গলবার সন্ধ্যা বেলায় নদীয়ার চাইল্ড লাইন থেকে শান্তিপুর থানায় অভিযোগ করা হয় যে, একজন বিদেশী নাবালিকাকে শান্তিপুরের যৌনপল্লীতে আটকে রাখা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুরের যৌনপল্লীতে অভিযান চালায়। যৌনপল্লীতে পুলিশি তদন্তে একটি ঘরের ভিতর থেকে বিদেশি এক নাবালিকাকে উদ্ধার করা হয় এবং তাকে কৃষ্ণনগর হোমে সেই রাতেই পাঠিয়ে দেওয়া হয়।

বিদেশি ওই নাবালিকার পরিচয় কি? 

যে ঘরের ভেতর থেকে ওই বিদেশী নাবালিকাকে উদ্ধার করা হয় সেই বাড়ির মালিক কে এবং আরও একজন খদ্দের কে অর্থাৎ মোট দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত দুজনকেই আজ বৃহস্পতিবার অর্থাৎ ১৩ ই মার্চ রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে জানানো হয়েছে - শান্তিপুর যৌনপল্লী থেকে উদ্ধার হওয়া ওই নাবালিকা আসলে নেপালের বাসিন্দা, যদিও তার সঠিক পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।

Advertisement