ত্রিপুরা
বিলোনিয়ায় পুকুরে ডুবে প্রাণ হারাল পাঁচ বছরের শিশু শুভম
পুকুরে পড়ে প্রাণ হারাল পাঁচ বছরের মুক ও বধির শিশু শুভম দাসের
যশপাল সিং, ত্রিপুরা : খেলার ছলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির পাশের পুকুরে পড়ে প্রাণ হারাল পাঁচ বছরের মুক ও বধির শিশু শুভম দাস। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনই শিশুটিকে সাবধানে বেঁধে রাখা হতো। তবে এদিন কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাড়িতেই খেলছিল সে। কিন্তু পরিবারের চোখের আড়ালে কখন যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়, তা কেউ টের পায়নি। পাশের বাড়ির এক প্রতিবেশী প্রথমে জলের উপর ভাসতে শিশুটিকে দেখতে পান এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। দ্রুত উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভমকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, শিশুটি মুক ও বধির হওয়ায় তাকে সবসময় বাড়তি নজরদারিতে রাখা হতো। পূজার মরসুমে শিশুটির বাবা, যিনি পেশায় মৃৎশিল্পী, কাজের চাপে ব্যস্ত থাকায় সেদিন নজর রাখা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে শুভমের মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Comments