Jagdeep Dhankhar
স্বাস্থ্যজনিত কারনে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়
উপরাষ্ট্রপতি পদে পদত্যাগ ধনখড়ের! স্বাস্থ্যই বড় কারণ ।রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় । নেপথ্যে বড় কারণ স্বাস্থ্য ? নাকি রাজনৈতিক প্ররোচনা ।
নিজস্ব প্রতিনিধি,২২ শে জুলাই: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় । স্বাস্থ্যই বড় কারণ , চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপুদী মুর্মুকে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন রাজ্যপাল।সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন জাগদীপ ধনখড় , রাতে ইস্তফার মত প্রকাশ করেন তিনি।কিন্তু, দ্রুত এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা কী ?
এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক প্ররোচনার কোনও সূত্র আছে কি তা এখনও স্পষ্ট হয়নি ।এরই মধ্যে, প্রাক্তন রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন, স্বাস্থ্যের অবনতির কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। একইসাথে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন জগদীপ ধনখড়। ৭৪ বছর বয়সি জগদীপ ধনখড় আরও জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন।
এরই মধ্যে, রাজ্যপালের স্বাস্থ্যের অবনতির ঘটনা বারবার উঠে এসেছে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন । এছাড়াও, গত মাসে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকা অচৈতন্য হয়ে পড়েছিলেন রাজ্যপাল। পূর্বের বেশ কিছু ঘটনা তার অসুস্থতার প্রমান রাখলেও, প্রাক্তন রাজ্যপালের দ্রুত ইস্তফার সিদ্ধান্তে হতবাক সকলেই।

Comments