Drug trafficking
ত্রিপুরায় ইয়াবা চক্রে বড়সড় সাফল্য: বিলাসবহুল গাড়ির গোপন চেম্বার থেকে প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, যুবক গ্রেপ্তার!
ত্রিপুরার শুল্ক দফতর ও তেলিয়ামুড়া সিপিএফের যৌথ টিম ইয়াবা চক্রে প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার
যশপাল সিং, ত্রিপুরা : ত্রিপুরায় আবারও মাদক পাচারচক্রের বড়সড় চক্রান্ত ভেসে এলো। শুল্ক দফতরের অভিযানে চমকে যাওয়ার মতো ঘটনা সামনে এসেছে—এক বিলাসবহুল বলেরো গাড়ির ফুয়েল ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট! খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত চকমাঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতর ও তেলিয়ামুড়া সিপিএফের যৌথ টিম গাড়িটিকে আটক করে। গাড়িটির অস্থায়ী নাম্বার ছিল T0625TR2378C। তল্লাশিতে বেরিয়ে আসে প্রায় ৩ কেজি ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক ₹৩.১ কোটি টাকা। গ্রেপ্তার হওয়া ২২ বছরের যুবকের নাম মোঃ মহিবুল্লাহ এবং সে বক্সনগর এলাকার বাসিন্দা। জানা গেছে, ধর্মনগর থেকে বসনগর সীমান্তে পাচারের উদ্দেশ্যে মাদকগুলি নিয়ে যাচ্ছিলেন তিনি। বিশেষভাবে তৈরি গোপন চেম্বার ব্যবহার করে এত বড় চালান পাচারের চেষ্টা হচ্ছিল। অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকচক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments