ত্রিপুরা
প্রধানমন্ত্রী মোদীর জন্মজয়ন্তী ও দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ৪ বড়জলা মন্ডলের রক্তদান শিবির ও সেবা পাক্ষিক উদযাপন
'সেবা পাক্ষিক' কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল রক্তদান শিবির
যশপাল সিং, ত্রিপুরা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪ বড়জলা মন্ডল আজ 'সেবা পাক্ষিক' কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করে। এই কর্মসূচির পাশাপাশি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সদস্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীও শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ চন্দ্র ভৌমিক এবং বড়জলা মন্ডলের সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও কার্যকর্তাগণ। দিনটিকে সামনে রেখে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতার প্রশংসা করেন।

Comments