Murder
বিজেপি কর্মী স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে ছবি হাতে নিয়ে প্রতিবাদে নামলো বিধবা স্ত্রী, ছেলে-মেয়ে সহ গোটা গ্রামবাসী!
সোমবার বারোদ্রোন গ্রামের প্রায় ২৫০ জন মানুষ বিজেপি কর্মী আশিস চদ্র দাস ও তার ভাই অসীম চন্দ্র দাসের হত্যার নেপথ্যে জড়িতদের ফাঁসির দাবিতে নিহত আশিস চন্দ্র দাসের বিধবা পত্নী উনার স্বামীর ছবি হাতে নিয়ে এক ছেলে ও এক মেয়ে সহ প্রায় ২৫০ জন লোককে সাথে নিয়ে গোটা কমলপুর শহরে প্রতিবাদ মিছিল করে।
অমল চক্রবর্তীর, বিক্রম কর্মকার (ত্রিপুরা) : ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমা গ্রাম পঞ্চায়েতের বারোদ্রোন গ্রামের বাসিন্দা তথা বিজেপি কর্মী আশিস চন্দ্র দাসকে গত ১৭ জুন তার বাড়ির সাথে আর .কে .আই ইট ভাটাতে রাতে খুন করে সুরমা বিধানসভা কেন্দ্রের লুৎমা ছড়ায় মৃতদেহ ফেলা দেওয়া হয়। পরেরদিন মৃতদেহ উদ্ধার হলেও ১৯ জুন তার স্ত্রী কুলাই হাসপাতালের মর্গে স্বামীর মৃতদেহ সনাক্ত করে।
বিজেপি কর্মী খুন
বিজেপি কর্মী আশিস চন্দ্র দাসের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আর .কে. আই ইট ভাটার মালিক সৌভিক দাস সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ আদালতে সোপর্দ করলে তাদেরকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। কিন্তু, পুলিশ আর. কে. আই ইট ভাটার ম্যানেজার বাপি দাসকে এখনও গ্রেফতার করতে পারেনি ।
বিজেপি কর্মী আশিস চন্দ্র দাসের খুনের প্রতিবাদে সোচ্চার
সোমবার বারোদ্রোন গ্রামের প্রায় ২৫০ জন মানুষ বিজেপি কর্মী আশিস চদ্র দাস ও তার ভাই অসীম চন্দ্র দাসের হত্যার নেপথ্যে জড়িতদের ফাঁসির দাবিতে নিহত আশিস চন্দ্র দাসের বিধবা পত্নী উনার স্বামীর ছবি হাতে নিয়ে এক ছেলে ও এক মেয়ে সহ প্রায় ২৫০ জন লোককে সাথে নিয়ে গোটা কমলপুর শহরে প্রতিবাদ মিছিল করে। আশিস চন্দ্র দাস হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে গর্জে উঠে এই মিছিলে। পরবর্তী সময়ে মিছিলটি গোটা কমলপুর শহর পরিক্রমা করে কমলপুর থানায় গিয়ে এক প্রতিনিধিদল অভিযুক্তদের ফাঁসির দাবিতে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক, পুলিশ অধিকারিক সমুদ্র দেব্বর্মা সহ অন্যান্য অধিকারিকদের সাথে কথা বলে। নিহত আশিস চন্দ্র দাসের অসহায় স্ত্রী দু'চোখে জল নিয়ে জানায়, তার স্বামী বিজেপি দল করতো। লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে দলীয় বিজেপি এজেন্টও ছিল। কিন্তু তার হত্যাকান্ডের পর বিধায়িকা স্বপ্না দাস (পাল ) একবারের জন্যও তাদের বাড়িতে যায়নি।

Comments