ত্রিপুরা
নিয়ম ভাঙার দায়ে ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বার লাইসেন্স বাতিল, কড়াকড়ি প্রশাসনের
একাধিক শর্ত ভঙ্গের অভিযোগে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বারের লাইসেন্স বাতিল করেছে
যশপাল সিং, ত্রিপুরা : রাজ্যের রাজধানীতে বার সংস্কৃতির লাগাম টানল প্রশাসন। একাধিক শর্ত ভঙ্গের অভিযোগে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বারের লাইসেন্স বাতিল করেছে। লাইসেন্স ছিল ওভাল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের সিএমডি গৌতম দেবনাথের নামে।
প্রশাসনের তদন্তে উঠে এসেছে, গত ৬ সেপ্টেম্বর রাতে লাইসেন্সের শর্ত ভেঙে রাত ১১টার পরও মদ পরিবেশন চলছিল। এমনকি অনুমতি ছাড়াই ডিজে ও নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়, যা ধীরে ধীরে ‘নাইট ক্লাব সংস্কৃতি’র রূপ নিচ্ছিল। সিসিটিভি ফুটেজেও এই তথ্য প্রমাণিত হয়েছে। এছাড়া বারের কর্মীদের পূর্ণাঙ্গ তালিকা জমা না দেওয়া এবং শো-কজ নোটিশের উত্তর না দেওয়ায় কর্তৃপক্ষ মনে করছে, মালিক ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করেছেন। ফলে ‘ত্রিপুরা আবগারি আইন, ১৯৮৭’-এর ধারা ৪০(১)(গ) অনুযায়ী গৌতম দেবনাথের নামে জারি হওয়া লাইসেন্স নং ৯৭ তাৎক্ষণিকভাবে বাতিলের নির্দেশ জারি করা হয়।
প্রশাসন জানিয়েছে, বারের মজুত মদ, লাইসেন্স নথি, রেকর্ড ও সিসিটিভি ফুটেজের এনভিআর দ্রুত জেলা আবগারি দপ্তরে জমা দিতে হবে। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments